মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন
  • কক্সবাজার বিমানঘাঁটিতে হামলা নিয়ে যা জানাল আইএসপিআর
  • সন্ধ্যা থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর প্যাট্রলিং
  • বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ৪ মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন
  • তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  • রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
  • ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট
  • বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয়
  • পদত্যাগের আলটিমেটাম নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ২ ডেডলাইন দিয়েছে

যে তথ্য দিলেন সাইফের ওপর হামলাকারী সেই যুবক

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৫, ১৫:৩৫

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের হামলার ঘটনায় তোলপাড় গোটা ভারত। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ। সেসময় অভিযুক্ত জানান, কীভাবে সাইফের বাড়িতে প্রবেশ করেন তিনি।

জানা গেছে, এর আগেও সাইফের বাড়িতে এসেছিলেন শেহজাদ। বাড়ি পরিচ্ছন্নতার কাজ করে গেছেন তিনি। মূলত অভিনেতার গৃহকর্মী হরির মাধ্যমে এই পরিচ্ছন্নতার কাজ পেয়েছিলেন।

রোববার (১৯ জানুয়ারি) ভোরে আটকের পর পুলিশের কাছে এসব তথ্য দেন অভিযুক্ত শেহজাদ। এদিন সকালে মুম্বাইয়ের ঠাণের হিরানন্দানি এস্টেট এলাকায় এক মেট্রো নির্মাণ সাইটের লেবার ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

অভিযুক্ত আরও জানান, নিরাপত্তারক্ষী ঘুমিয়ে থাকার সুযোগে সাইফের বাড়ির ১১ তলায় উঠে যান তিনি। পরে ফায়ার এক্সিটের ডাক্ট শ্যাফট দিয়ে অভিনেতার ফ্ল্যাটে প্রবেশ করেন। এরপর সাইফের ছেলেদের ঘরের কাছে সোজা চলে গিয়ে বাথরুমে লুকিয়ে ছিলেন তিনি।

মুম্বাই পুলিশ জানায়, প্রথমে ডাকাতির উদ্দেশ্যেই সাইফের বাড়িতে ঢুকেছিল অভিযুক্ত শেহজাদ। ইতোমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল (২০ জানুয়ারি) আদালতে তোলা হবে তাকে।

এদিকে মুম্বাই পুলিশের দাবি, অভিযুক্ত আগেও সাইফের বাড়িতে এসেছিল কি না, তার প্রমাণ মেলেনি এখনও। এমনকি অভিযুক্তের কোনো অপরাধমূলক রেকর্ডও পাওয়া যায়নি।

কিন্তু পুলিশের প্রাথমিক প্রমাণ অনুযায়ী, সে বাংলাদেশের নাগরিক। তার কাছে বৈধ ভারতীয় নথিপত্র নেই। অভিযুক্ত মুম্বাই এসেছিল ৫-৬ মাস আগে।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করেছেন চিকিৎসকরা। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর