মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বিশ্বকে ৫ উদ্যোগ নিতে ড. ইউনূসের আহ্বান
  • ফিলিস্তিনের মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের নয়, মানবতার বিষয়
  • ইশরাকের গেজেট প্রকাশ নিয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে ইসির চিঠি
  • প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা মেনেই বৈঠক করা হচ্ছে
  • ‘ডিবিতে থাকা সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে’
  • যুক্তরাষ্ট্র থেকে ৩১ জনকে ফেরত
  • ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
  • চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই
  • বার্লিনে জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা
  • পলাতক সব এমপি-মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত ২

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৫, ১৫:৩৩

লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট সড়কের ফিশারি এলাকায় বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হচ্ছেন সদর উপজেলার টুমচর এলাকার রফিক উল্যাহর ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও চররমণী মোহন এলাকার বাসিন্দা মুরাদ হোসেন (৩২)। আহত অটোরিকশাচালক আজাদ হোসেনকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার চররমণী মোহনের চর আলী আহসান এলাকা থেকে তিন যাত্রী নিয়ে অটোরিকশাটি লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের দিকে আসছিল। সড়কে ওঠার সময় মজুচৌধুরীরহাট থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান মুরাদ হোসেন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত অটোরিকশাটির চালক আজাদ হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল বলেন, আজাদ হোসেনের মাথায় বড় ধরনের আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ড্রাম ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। চালককে ধরতে অভিযান চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর