শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি
  • ৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়
  • বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই
  • নতুন সিইসি ও ইসিদের শপথ কখন জানা গেল
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে
  • এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
  • নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন
  • আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না
  • শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা নয় চাকরিপ্রার্থী তৈরি করে

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাড়ছে রাশিয়ান বৃত্তি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৩, ১৮:১৪

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বর্তমানে রাশিয়ার ১১০টি সরকারি বৃত্তি চালু আছে। আগামী শিক্ষাবর্ষে বৃত্তির সংখ্যা আরও বাড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পাভেল এ ডভয়চেনকভ।

সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাভেল এ ডভয়চেনকভ। এ সময় তিনি কথাটি শিক্ষামন্ত্রীকে জানান।

রোববার (২০ আগস্ট) রাশিয়ান হাউসের এক বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাতের কথা জানানো হয়। সাক্ষাতের সময় তারা দুজনই বাংলাদেশে রাশিয়ান হাউসের ভূমিকা ও রাশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আলোচনা করেন।

রাশিয়ান হাউসের পরিচালক পাভেল এ ডভয়চেনকভ শিক্ষামন্ত্রীকে বলেন, বন্ধুত্ব ও কৃতজ্ঞতার বার্তা নিয়ে বঙ্গবন্ধুর সোভিয়েত সফর করেছেন। তারপরই ১৯৭২ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে অনেক বাংলাদেশি ছাত্র পূর্ণ বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার জন্য সোভিয়েত ইউনিয়নে যাত্রা শুরু করে। এই সহযোগিতার কারণে সোভিয়েত বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা স্বাধীনতা-উত্তর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানেও তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বর্তমানে রাশিয়ার ১১০টি সরকারি বৃত্তি চালু আছে। পাভেল আশা প্রকাশ করে বলেন, তিনি আগামী শিক্ষাবর্ষে বৃত্তির সংখ্যা আরও বৃদ্ধির জন্য জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাশিয়ান হাউসের পরিচালককে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম দেশ রাশিয়া। পারস্পরিক আস্থার সম্পূরক সুদীর্ঘ কালের। পারস্পরিক স্বার্থে ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে বলেও জানান দীপু মনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর