মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বিশ্বকে ৫ উদ্যোগ নিতে ড. ইউনূসের আহ্বান
  • ফিলিস্তিনের মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের নয়, মানবতার বিষয়
  • ইশরাকের গেজেট প্রকাশ নিয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে ইসির চিঠি
  • প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা মেনেই বৈঠক করা হচ্ছে
  • ‘ডিবিতে থাকা সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে’
  • যুক্তরাষ্ট্র থেকে ৩১ জনকে ফেরত
  • ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
  • চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই
  • বার্লিনে জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা
  • পলাতক সব এমপি-মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে

জোড়া গোলে আল নাসরকে জিতিয়ে অন্যরকম ‘সেঞ্চুরি’ রোনালদোর

খেলা ডেস্ক

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৫, ১২:৩৩

সৌদি প্রো লিগে চল্লিশের দোরগোড়ায় এসেও মাঠ কাঁপিয়ে জোড়া গোল করে আল নাসরকে জিতিয়ে হয়েছেন ম্যাচসেরা ক্রিস্টিয়ানো রোনালদো। একইসঙ্গে পর্তুগিজ এই মহাতারকা স্পর্শ করলেন দারুণ একটি মাইলফলকও।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আল খালিজকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। আল নাসরকে জেতানোর পথে অন্য গোলটি করেছেন সুলতান আল-ঘানাম। এই ম্যাচে আল নাসরের হয়ে রোনালদোকে একশ গোলের (গোল ও অ্যাসিস্ট) মাইলফলক স্পর্শ করিয়ে দেয়।

এদিন, প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে ১০ জনের আল খালিজের বিপক্ষে পুরো ম্যাচেই আধিপত্য করেছে আল নাসর। ৭০ শতাংশ সময় বল দখলে রেখে ২০টি শট নেয় তারা। যদিও গোলমুখে ছিল মাত্র ৪টি। বিপরীতে ৬ শটের বিপরীতে ২টি গোলমুখে রেখেছিল আল খালিজ। ম্যাচ শুরুর ২৪তম মিনিটেই গোলের উদ্দেশে ডি-বক্সের বাইরে থেকে শট নেন রোনালদো।

তবে সেটি গ্লাভসবন্দি করে নিতে অসুবিধা হয়নি খালিজ গোলরক্ষক ইব্রাহিম সেহিকের। ১২ মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিকও নেন পর্তুগিজ তারকা। এবারও আল নাসরকে গোল এনে দিতে পারেননি। অন্যদিকে, ৩৪তম মিনিটে পরিষ্কার গোলের সুযোগ বক্সের বাইরে হাত দিয়ে ঠেকিয়ে লাল কার্ড দেখেন সাঈদ আল হামসাল। ভিএআরে তাকে মার্চিং অর্ডার দেন রেফারি।

অবশেষে ৬৫তম মিনিটে সফল হন রোনালদো। বক্স থেকে ওতাভিওর ব্যাকপাস পেয়ে নিঁখুত শটে জাল খুঁজে নেন তিনি। ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে সফল স্পটকিকে খালিজকে সমতায় ফেরান কোস্তাস ফোরটোনিস। তবে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি তারা। ৪ মিনিট পরই ব্রোজোভিচের পাস গোলমুখে পেয়ে আল নাসরকে লিডে ফেরান আল-ঘানাম। ইনজুরি টাইমের অষ্টম মিনিটে সাদ হুসাইন হাঘাউইর পাস বক্সে পেয়ে দলকে ৩-১ ব্যবধানের জয় এনে দেন রোনালদো।

এই মৌসুমে সৌদি প্রো লিগে ১৫ ম্যাচে ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে রোনালদো এখন শীর্ষে। ১৬ ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে প্রো লিগের তিনে অবস্থান করছে আল নাসর। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। আর আল ইত্তিহাদ রয়েছে দ্বিতীয় অবস্থানে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর