মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন
  • কক্সবাজার বিমানঘাঁটিতে হামলা নিয়ে যা জানাল আইএসপিআর
  • সন্ধ্যা থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর প্যাট্রলিং
  • বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ৪ মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন
  • তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  • রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
  • ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট
  • বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয়
  • পদত্যাগের আলটিমেটাম নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ২ ডেডলাইন দিয়েছে

সালসবুর্ককে গোলবন্যায় ভাসাল রিয়াল মাদ্রিদ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৪

ডিমেতালে শুরুর পর গোল পায় রিয়াল মাদ্রিদ। এরপরই নিজেদের ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করল তারা।

বিরতির পর সালসবুর্কের ওপর আরও ছড়াও হলো। গোলবন্যায় ভাসাল অস্ট্রিয়ান ক্লাবকে। দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের বিপদমুক্ত করলো তারা।

গতকাল রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সালসবুর্ককে ৫-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল। প্রথমার্ধে জোড়া গোলের দেখা পান রদ্রিগো। বিরতির পর দুই গোল করেন ভিনিসিয়ুস জুনিয়রও। গোলের দেখা পান কিলিয়ান এমবাপ্পেও। সালসবুর্কের হয়ে একমাত্র গোলটি করেন মাডস বিসট্রুপ।

এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে উঠে এসেছে ইউরোপের সেরা ক্লাবটি। সমান ১২ পয়েন্ট নিয়ে তাদের ওপরে জার্মানির দুই ক্লাব বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুল আগেই নিশ্চিত করেছে শেষ ষোলো। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত হয়েছে বার্সেলোনারও।

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের শুরুটা হয় প্রতিপক্ষের আক্রমণ দেখতে দেখতে। বিবর্ণ রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াতে অবশ্য খুব বেশি সময় নেয়নি। ২৩তম মিনিটে তাদের এগিয়ে নেন দুর্দান্ত ফর্মে থাকা রদ্রিগো। এমবাপ্পের পাস থেকে বল টেনে নিয়ে বক্সে ক্রস বাড়ান ভিনিসিয়ুস। কোনাকুনি শটে জাল খুঁজে নেন রদ্রিগো।

৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। জুড বেলিংহ্যামের দারুণ এক ব্যাকহিল পাস ধরে বক্সে ঢুকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। বিরতির পর একই ছন্দ ধরে রাখে রিয়াল। এতেই ব্যবধান বাড়িয়ে নেন এমবাপ্পে। সালসবুর্ক গোলরক্ষকের ভুলে বক্সেই বল পেয়ে যান তিনি। সেখান থেকে ছুটে গিয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি এই তারকা।

৫৫তম মিনিটে গোল পান ভিনিসিয়ুস। লুকা মদ্রিচের পাস থেকে বল টেনে নিয়ে দুজনকে কাটিয়ে জোরাল শটে জাল খুঁজে নেন তিনি। ৭৭তম মিনিটে স্কোরলাইন ৫-০ করেন ব্রাজিলিয়ান এই তারকা। ফেদে ভালভার্দের পাস ধরে কয়েকজনকে কাটিয়ে বক্সে ঢুকে জাল খুঁজে নেন তিনি। ৮৫তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে জোরাল শটে নিজেদের একমাত্র গোলটি করেন মাডস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর