প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৫, ১২:৩০
হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধরী আবদুল্লাহ আল মামুনকে ফের রিমান্ড দেওয়া হয়েছে।
বুধবার সকালে আদালত এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এরমধ্যে আতিকুল ইসলামকে চারদিন। আনিসুল হক, মোহাম্মদপুর থানায় হত্যা মামলায় সালমান এফ রহমান ও আবদুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মন্তব্য করুন: