প্রকাশিত:
২ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৪১
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে মধ্য আমেরিকায় গিয়েছেন মার্কো রুবিও। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পানামা, এল সালভেদর, কোস্টারিকা, গুয়াতেমালা এবং ডোমিনিকান প্রজাতন্ত্র সফরের পরিকল্পনা করেছেন তিনি। ইতিমধ্যেই তিনি পানামা পৌঁছেছেন। খবর বিবিসি ওসামা টিভির।
খবরে বলা হয়, এই সফরে তিনি পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো, সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে, কোস্টারিকার প্রেসিডেন্ট রদ্রিগো চাভেস, গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো ও ডোমিনিকান প্রেসিডেন্ট লুইস আবিনাদেরের সঙ্গে বৈঠক করবেন।
ল্যাটিন আমেরিকা বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মরিসিও ক্লেভার-ক্যারোন বলেছেন, গত ১০০ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো তার প্রথম সফর হিসেবে ল্যাটিন আমেরিকায় যাচ্ছেন।
কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, এই সফরের আংশিক লক্ষ্য এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করা। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যখন তার পানামা খালের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা এবং অবৈধ অভিবাসন ঠেকাতে তৎপরতা জোরদার করছেন তখন এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস শুক্রবার এক বিবৃতিতে বলেন, জ্যেষ্ঠ কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে রুবিওর সম্পৃক্ততা এই অঞ্চলে আমাদের মূল ও অভিন্ন স্বার্থে সহযোগিতা জোরদার করবে। এর মধ্যে রয়েছে, অবৈধ ও বড় আকারের অভিবাসন বন্ধ করা, আন্তঃদেশীয় অপরাধী সংগঠন ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে লড়াই করা, চীনকে মোকাবেলা করা এবং আমাদের গোলার্ধে সমৃদ্ধি বাড়াতে অর্থনৈতিক অংশীদারিত্ব গভীর করা।
মন্তব্য করুন: