প্রকাশিত:
৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৫৬
২০২৪-২৫ অর্থ বছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আওতায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগ থেকে ৬৯ তম এবং ৭১ তম মেরিট পজিশন অর্জন সহ মোট ১৮ জন শিক্ষার্থী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য চূড়ান্ত মনোনীত হয়েছেন।
গবেষণায় সহায়তার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার (বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আওতায় প্রতিবছর সর্বমোট ৪ টি বিভাগে ভৌত বিজ্ঞান, ফুড এন্ড এগ্রিকালচার, চিকিৎসা ও জীব বিজ্ঞান এবং, রিনয়েবল এনার্জি) মাস্টার্স, এমফিল ও পিএইচডি তে অধ্যয়নরত শিক্ষার্থিদের গবেষণা সহায়তা প্রদানের লক্ষ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ সহায়তা করে থাকেন।
এবছর পরিবেশবিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগ থেকে জাতীয় ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থিরা হলেন বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের মিসবাহুল আলম,পূজা চক্রবর্তী (মেরিট পজিশন ৭১) সূচনা সুরভি তানিয়া (মেরিট পজিশন ৬৯), এম.ডি. আজমুল হুদা, রেবেকে সুলতানা শিল্পী, জান্নাত-ই-রশন বর্ষা, উম্মে সালেহা সোহা, সাদিকুর রহমান সজিব, রুমা খাতুন, কানিজ ফাতেমা, আল আমিন, মাইশা আহমেদ, আবিদা সুলতানা, সুমাইয়া আল মারজি, হোসনে আরা, দীপা রাণী দে, মতিউর রহমান এবং এম.ডি. মনিরুজ্জামান সুরুজ।
এ বিষয়ে পরিবেশবিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগ মিসবাহুল আলম বলেন " বাংলাদেশ একটি নিম্নমধ্যবিত্ত দেশ যেখানে উচ্চতর ডিগ্রিতে অধ্যয়নরত অধিকাংশ শিক্ষার্থী অর্থ স্বল্পতায় তাদের গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে পারে না। তায় আমি মনে করি এই ফেলোশিপ তাদেরকে গবেষণায় মনোনিবেশ করতে আরো অনুপ্রেরণা যোগাবে।"
NST Fellowship সাধারণত উচ্চতর ডিগ্রিতে অধ্যয়নরত (যেমন মাস্টার্স, এমফিল ও পিএইচডি) শিক্ষার্থিরা যারা গবেষণায় মনোনিবেশ করেন তাদেরকে অর্থ সহায়তা হিসেবে সরকার নির্ধারিত এমাউন্ট প্রদান করে থাকেন।
থিসিস সুপারভাইজার ও ডিপার্টমেন্ট চেয়ারম্যানের সুনির্দিষ্ট সুপারিশের মাধ্যমে MOST এর নির্ধারিত ওয়েবসাইটে প্রাথমিক আবেদনের পর যাচাই-বাছাই শেষে ভাইভা উত্তীর্ণ প্রার্থিদের এই গবেষণা সহায়তা প্রদান করা হয়।
মন্তব্য করুন: