মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন
  • কক্সবাজার বিমানঘাঁটিতে হামলা নিয়ে যা জানাল আইএসপিআর
  • সন্ধ্যা থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর প্যাট্রলিং
  • বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ৪ মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন
  • তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  • রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
  • ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট
  • বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয়
  • পদত্যাগের আলটিমেটাম নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ২ ডেডলাইন দিয়েছে

ব্যক্তিজীবন-ক্যারিয়ার দুই জায়গা সফল হলেও প্রিয়াংকা চোপড়ার দুঃখ যেখানে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৮

বিশ্বব্যাপী পরিচিত বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া কর্মজীবনে তিনি যেমন সফল, ব্যক্তিজীবনেও সুখী। আমেরিকার ব্যান্ডসংগীত তারকা নিক জোনাসকে বিয়ে করে ক্যালিফোর্নিয়ায় সংসার পেতেছেন অভিনেত্রী। এক কন্যার জননী হয়েছেন তিনি। দেশ-বিদেশের মানুষ তাকে সম্মান করেন। এতকিছুর পরও প্রিয়াংকা চোপড়ার দুঃখ লুকিয়ে আছে এক জায়গায়।

বলিউডে একাধিক পুরুষ তার প্রেমে পড়েছিলেন। সেই তালিকায় বলিপাড়ায় খ্যাতনামা বিবাহিত পুরুষরাও ছিলেন। খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার থেকে শুরু করে বলি বাদশাহ শাহরুখ খান, শাহিদ কাপুরদের সঙ্গে প্রিয়াংকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সবকটি সম্পর্কেই নাকি মনপ্রাণ ঢেলে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু দুঃখের বিষয়— কারও কাছ থেকেই সম্মান পাননি প্রিয়াংকা চোপড়া। অভিনেত্রী বলেন, অনেক কষ্ট পেয়েছেন, প্রেমের সম্পর্কে মান খুইয়েছেন। তাই নিক জোনাসকে বেছে নিয়েছিলেন তিনি।

সম্প্রতি এক গণমাধ্যম সাক্ষাৎকারে স্বামী হিসাবে নিক জোনাসকে নির্বাচন করার সময় যে দিকগুলো মাথায় রেখেছিলেন অভিনেত্রী, সেই কথা অকপটে বললেন সাবেক বিশ্বসুন্দরী। নিকের মধ্যে পাঁচ গুণ থাকায় তার সঙ্গেই সংসার করার সিদ্ধান্ত নেন বলে জানান প্রিয়াংকা চোপড়া।

এ মুহূর্তে মুম্বাইয়ে ভাইয়ের বিয়ে উপলক্ষে রয়েছেন অভিনেত্রী। তবে নিজের বিয়ের সময় পাত্রের মধ্যে যে গুণগুলো দেখেছেন, সেই প্রসঙ্গে প্রিয়াংকা চোপড়া বলেন, প্রথমত আমি দেখেছি মানুষটা সৎ কিনা। কারণ জীবনে সম্পর্কের ক্ষেত্রে অনেক কষ্ট পেয়েছি। দ্বিতীয়ত মানুষটা পরিবারকে সময় দেয় কিনা, সেটা দেখেছিলাম।

তিনি বলেন, তৃতীয়ত আমার পেশাকে সম্মান করে কিনা। কারণ আমি ভীষণ সিরিয়াস আমার কর্মজীবন নিয়ে। চতুর্থত আমি সবসময় এমন একজনকে চেয়েছি, যে সৃষ্টিশীল হবে। জীবনে আমার সঙ্গে যার বড় কিছু করার লক্ষ্য আছে। আর যেটা চেয়েছি, তা হলো আমার মতো সঙ্গীকে উচ্চাকাঙ্ক্ষী হতে হবে বলেও জানান প্রিয়াংকা চোপড়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর