মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন
  • কক্সবাজার বিমানঘাঁটিতে হামলা নিয়ে যা জানাল আইএসপিআর
  • সন্ধ্যা থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর প্যাট্রলিং
  • বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ৪ মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন
  • তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  • রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
  • ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট
  • বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয়
  • পদত্যাগের আলটিমেটাম নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ২ ডেডলাইন দিয়েছে

লক্ষ্মীপুরে দেয়ালিকা উৎসবে জুলাই-আগস্ট বিপ্লবের প্রতিচ্ছবি

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:২১

'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়ালিকা উৎসব পালিত হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতি তুলে ধরে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উৎসব পালন করা হয়।

জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় সদর উপজেলা হলরুমে ব্যতিক্রমী এই দেয়ালিকা উৎবের আয়োজন করা হয়।

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই উৎসব কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। পরে জেলা প্রশাসকসহ অন্যরা ঘুরে-ঘুরে দেয়ালিকা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।

দেয়ালিকা উৎসবে অংশ নেন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবরা। জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ আবু সাইদ ও মুগ্ধসহ ছাত্র-জনতার প্রতিচ্ছবি এবং আন্দোলন সংগ্রামের নানা চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা। হলরুমের চার দেয়ালে আওয়ামী লীগ ও ওইসময়ের আইনশৃংখলা বাহিনীর নির্যাতনের চিত্র তুলে ধরে দেয়ালিকা দিয়ে সাজানো হয়।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। শিক্ষার্থীদের অসাধারণ মেধা, প্রতিভার চমৎকার বহি:প্রকাশ ঘটেছে এ উৎসবে। কিভাবে জুলাই-আগস্ট বিপ্লব হয়েছে, সে চিত্র তুলেও ধরা হয়েছে।

দেয়ালিকা পত্রিকার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল মনোভাব, আঁকাআঁকি ও লেখালেখির অভ্যাস বৃদ্ধি পাবে। এতে করে তাদের লেখার আগ্রহ ও জ্ঞানের পরিধি বাড়বে। আগামীতে তারা আরো এগিয়ে যাবে। দেয়ালিকা পত্রিকা উৎসবে ব্যাপক সাড়া পাওয়া গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর