প্রকাশিত:
৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৭
শনিবার ছয় জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ (৯ ফেব্রুয়ারি) রবিবার তা প্রশমিত হয়ে দুই জেলায় বয়ে যাচ্ছে। আগামীকাল শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা নেই। সোমবার থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটি জানিয়েছে, রোববার (৯ ফেব্রুয়ারি) রাজশাহী এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এ সময় শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, আজ দিনের বেলায় গরম বেশি থাকতে পারে। বুধবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এরপর আবার তাপমাত্রা বেড়ে যেতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য করুন: