মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই
  • বার্লিনে জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা
  • পলাতক সব এমপি-মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে
  • শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
  • প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল শ্রম সংস্কার কমিশন
  • জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
  • ৮ জনের বিরুদ্ধে প্রথমবার ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা
  • বিশেষ বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ
  • আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:৪২

কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, কানাডা সরকারের প্রতিনিধি এবং ঢাকায় কানাডার হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, কারিগরি সহায়তা, কৃষি এবং জনগণের সঙ্গে জনগণের সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী অংশীদারিত্ব এবং সহযোগিতা জোরদার করার উপর আলোকপাত করা হয়। মন্ত্রী হুসেন চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সরকারের প্রতি কানাডার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন।

কানাডায় বাংলাদেশি সম্প্রদায়ের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ, মন্ত্রী হুসেন দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধির দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন। দুই দেশের মধ্যে বিদ্যমান শক্তিশালী সম্পর্কের কথা তুলে ধরে, পররাষ্ট্র উপদেষ্টা অর্থনৈতিক ও উন্নয়নমূলক উদ্যোগে অব্যাহত সহায়তার জন্য কানাডা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুই মন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, শ্রম সংস্কার, আর্থিক ক্ষেত্রে অগ্রগতি, স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তাসহ অভিন্ন স্বার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সম্প্রদায়কে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মুখোমুখি হওয়া উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলির উপর জোর দেন এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন সহজতর করার গুরুত্বের উপর জোর দেন।

সফরকারী মন্ত্রী বাংলাদেশের উল্লেখযোগ্য মানবিক অবদানের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে কানাডার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বের এই বিষয়ে কানাডার অব্যাহত সমর্থনের জন্য পররাষ্ট্র উপদেষ্টা কানাডা সরকারকে ধন্যবাদ জানান। তিনি এই বছরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া রোহিঙ্গা ইস্যুতে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করার জন্য কানাডা সরকারকে অনুরোধ করেন।

উভয় মন্ত্রী একটি অনুকূল পরিবেশ তৈরি করতে এবং নিকট ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণে কানাডিয়ান বিনিয়োগকারীদের উৎসাহিত করার জন্য বিদেশী বিনিয়োগ ও সুরক্ষা আইন চূড়ান্ত করতে সম্মত হন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর