প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:০৬
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
আরডিআরএস বাংলাদেশ আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আরডিআরএস বাংলাদেশের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ফেডারেশনের অনগ্রসর সদস্যবৃন্দের অংশগ্রহণে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আরিফুর রহমান কনক, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, মেডিকেল অফিসার রোজিনা আক্তার, আরডিআরএস বাংলাদেশ আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের টেকনিকাল অফিসার জাহিদা মুশতারী, ফিরোজ বুলবুল, বড়ভিটা ফেডারেশনের সভাপতি রামকৃষ্ণ, কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার ধনেশ্বরী রানী, কমিনিউটি মোবিলাইজার উত্তম কুমার রায় , গৌরাঙ্গ চন্দ্রসহ আরো অনেকে।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তার তাদের বক্তব্যে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি করার কথা নিশ্চিত করেন।
মন্তব্য করুন: