মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই
  • বার্লিনে জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা
  • পলাতক সব এমপি-মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে
  • শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
  • প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল শ্রম সংস্কার কমিশন
  • জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
  • ৮ জনের বিরুদ্ধে প্রথমবার ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা
  • বিশেষ বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ
  • আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

গভীর রাতে পাকিস্তানে এরদোয়ান, লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৫৩

আঙ্কারা ও ইসলামাবাদের মধ্যে বাণিজ্য ও সামরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে দুই দিনের সফরে পাকিস্তানে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান।

একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং ফার্স্ট লেডিকে নিয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে পাকিস্তানের রাজধানীতে পৌঁছান এরদোয়ান। আজ বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠকের কথা রয়েছে।

আল জাজিরার প্রতিবেদন বলছে, বিমানবন্দরে এরদোয়ানকে লাল গালিচা সংবর্ধনা ও ২১-বন্দুকের স্যালুট দিয়ে অভ্যর্থনা জানানো হয়। তাকে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী আসিফ আলী জারদারি এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা।

ইসলামাবাদ থেকে আল জাজিরার কামাল হায়দার বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছানোর পর এরদোয়ানকে গার্ড অব অনার দেওয়া হয়। তুর্কি প্রেসিডেন্টের সম্মানে যুদ্ধবিমানও উড়ানো হয়।

আল জাজিরার হায়দার বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনসহ 'আঞ্চলিক এবং পশ্চিমা দেশগুলোর ভূ-রাজনৈতিক পরিবর্তন' নিয়ে দুই দেশ যখন কাজ করছে, সেই সময় এরদোয়ানের এই সফর বেশ 'গুরুত্বপূর্ণ'।

তিনি বলেন, বাণিজ্য এবং ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার আলোচনার পাশাপাশি বৈঠকে ফিলিস্তিনের বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তুর্কি প্রেসিডেন্ট যৌথভাবে উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা কাউন্সিলের (এইচএলএসসিসি) সপ্তম অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং উভয় পক্ষ বেশ কয়েকটি চুক্তি সই করবে বলে আশা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর