প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৪
বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনা নিয়ে এক ভার্চুয়াল আলোচনায় মিলিত হয়েছেন স্পেসএক্স ও টেসলার মালিক ইলন মাস্ক এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশের পক্ষে আলোচনায় অংশ নেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকারের বিষয়ে উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। অপরদিকে, স্পেসএক্সের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস।
অধ্যাপক ইউনূস ও ইলন মাস্ক তাদের আলোচনায় বিশেষভাবে জোর দেন বাংলাদেশের উদ্যোমী তরুণ, গ্রামীণ ও পিছিয়ে থাকা নারীদের জন্য স্টারলিংকের ভূমিকার ওপর। তারা বলেন, এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া, কম খরচে উচ্চগতির ইন্টারনেট কীভাবে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে, বিশেষত অনুন্নত অঞ্চল ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার দিতে পারে—সেই বিষয়ে তারা মতবিনিময় করেন।
ড. ইউনূস বলেন, 'বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোয় স্টারলিংক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এতে লাখ লাখ মানুষের সুযোগ তৈরি হবে এবং দেশ আরও নিবিড়ভাবে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সঙ্গে সংযুক্ত হবে।'
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে তিনি ইলন মাস্কের সঙ্গে কাজ করতে আগ্রহী।
প্রধান উপদেষ্টা মন্তব্য করেন, 'স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের সম্প্রসারণ, যা গ্রামের নারী ও যুবকদের বিশ্বব্যাপী সংযুক্ত করতে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। তারা বিশ্ব নারী, শিশু ও উদ্যোক্তায় পরিণত হবে।'
জবাবে, ইলন মাস্ক ক্ষুদ্রঋণ মডেলের জন্য গ্রামীণ ব্যাংকের প্রশংসা করেন এবং বলেন, 'আমি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ভিলেজ ফোনের কাজের সঙ্গে পরিচিত। স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও এগিয়ে নেওয়া সম্ভব।'
বাংলাদেশে স্টারলিংক সেবার সম্ভাব্য চালুর বিষয়ে আলোচনার অংশ হিসেবে অধ্যাপক ইউনূস ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে, মাস্ক ইতিবাচক সাড়া দিয়ে বলেন, 'আমি এর অপেক্ষায় আছি।'
বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে প্রযুক্তির মাধ্যমে এগিয়ে নিতে স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে দুই পক্ষ আশাবাদী। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ডিজিটাল সংযোগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় পরিবর্তন আসতে পারে।
মন্তব্য করুন: