মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন
  • কক্সবাজার বিমানঘাঁটিতে হামলা নিয়ে যা জানাল আইএসপিআর
  • সন্ধ্যা থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর প্যাট্রলিং
  • বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ৪ মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন
  • তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  • রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
  • ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট
  • বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয়
  • পদত্যাগের আলটিমেটাম নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ২ ডেডলাইন দিয়েছে

ভিকির ‘ছাবা’ কেমন লেগেছে স্ত্রী ক্যাটরিনার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৮

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মুক্তি পেয়েছে বলিউড তারকা ভিকি কৌশলের সিনেমা ‘ছাবা’। সিনেমাটি নির্মিত হয়েছে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী অবলম্বনে। অন্যান্য সবার মতো সিনেমাটি দেখে নিজের অনুভূতি জানালেন ভিকির স্ত্রী নায়িকা ক্যাটরিনা কাইফ। এটি কেমন লেগেছে এ নিয়ে তিনি বিস্তারিত লিখেছেন তার সোশ্যাল মিডিয়ায়।

‘ছাবা’ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছেন ক্যাটরিনা। এরপর সোশ্যাল মিডিয়ায় স্বামীকে প্রশংসায় ভাসিয়েছেন। অভিনেত্রী লিখেছেন, ‘তুমি সত্যিই অসাধারণ’। ভালোবাসা দিবসে এরচেয়ে দামি উপহার একজন সঙ্গীর জন্য আর কীই বা হতে পারে? এখানেই অবশ্য থেমে থাকেননি ক্যাটরিনা। তার দীর্ঘ পোস্টে সিনেমার খুঁটিনাটি থেকে পরিচালক, অভিনেতাদেরও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

ইনস্টাগ্রামে ‘ছাবা’র পোস্টার শেয়ার করে রিভিউয়ে ক্যাটরিনা লিখেছেন, ‘কী দারুণ একটা সিনেম্যাটিক অভিজ্ঞতা। ছত্রপতি সম্ভাজি মহারাজের গৌরবগাথাকে খুব সুন্দরভাবে পর্দায় জীবন্ত করে তুলেছেন নির্মাতা লক্ষ্মণ উতরেকর। অবিশ্বাস্য! রুদ্ধশ্বাস গল্পকে দক্ষতার সঙ্গে এভাবে ফুটিয়ে তুলতে দেখে আমি বিস্মিত। বিশেষ করে, শেষের ৪০ মিনিট দর্শকদের বাকরুদ্ধ করে দেবে।’

ক্যাটরিনা এ পোস্টে আরও লিখেছেন, ‘সারা সকাল থেকে অপেক্ষা করেছি কখন “ছাবা” দেখব। ছবিটা আমার উপর এমন প্রভাব ফেলেছে যে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, কী বলব। আর ভিকি, তুমি সত্যিই অসাধারণ। যখনই পর্দায় তোমাকে দেখি, প্রত্যেকটা শটে, প্রতিটা চরিত্রের যে গভীরতা তুমি ফুটিয়ে তোলো সেটা প্রশংসার দাবিদার। তুমি তো গিরগিটি। কী অনায়াসে, কী সাবলীলভাবে প্রতিটা চরিত্রে ঢুকে যাও। তোমার জন্য সত্যিই গর্ববোধ হয়।’

‘ছাবা’র প্রযোজক দীনেশ বিজনের উদ্দেশে ক্যাটরিনার লিখেছেন, ‘আর তোমাকে নিয়ে কীই বা বলি, তুমি তো দূরদর্শী। যে কাজ দেখে তোমার মনে হয় ভালো, তুমি বরাবর তার পাশে থেকেছো। টিমের সকলেই দারুণ। এমন অসাধারণ সিনেমা বড়পর্দাতেই দেখার জন্য তৈরি। গর্ব হচ্ছে তোমাদের সবার জন্য।’

ক্যারটিনা তার পোস্টে সিনেমার প্রযোজক, নির্মাতা থেকে শুরু করে নিজের অভিনেতা স্বামীকে নিয়ে লিখেছেন। তবে ‘ছাবা’র নায়িকা রাশমিকা মান্দানার জন্য একটি শব্দও লিখেননি ক্যাট।

‘ছাবা’ দেখতে অগ্রিম বুকিংয়ের ঝড় দেখেই বোঝা যাচ্ছিল ‘ছাবা’ প্রথম দিনেই কাঁপিয়ে দেবে। ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষকরা বলেছিলেন, ভিকির সিনেমার ক্যারিয়ারে ক্যারিয়ারে সবচেয়ে বড় ‘ওপেনিং’ হতে চলেছে সিনেমাটি। গতকাল দিনভর সোশ্যাল মিডিয়ায় ‘ছাবা’র রাজত্ব দেখা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর