প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:০৬
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতাল প্রাঙ্গনে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতালের আয়োজনে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনকের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম এর সভাপতিত্বে, ৫০ জনকে ২ টি করে ছাগল ও ১টি করে ছাগলের ঘর সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক(প্রশাসন) ডাঃ মোঃ বয়জার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, ডা: নন্দ দুলাল টীকাদার।
আরো উপস্থিত ছিলেন,ফুলবাড়ী উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মওদুদ হাসান সহ আরো অনেকে।
মন্তব্য করুন: