সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই
  • বার্লিনে জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা
  • পলাতক সব এমপি-মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে
  • শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
  • প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল শ্রম সংস্কার কমিশন
  • জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
  • ৮ জনের বিরুদ্ধে প্রথমবার ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা
  • বিশেষ বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ
  • আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

নতুন নাম পেল বঙ্গবন্ধু স্টেডিয়াম

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:০২

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাপক পরিবর্তন এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। বিভিন্ন পদে রদবদল ও বিভিন্ন ক্লাবসহ পরিবর্তন হয়েছে স্টেডিয়ামের নামও। এবার সেই তালিকা যুক্ত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। এখন থেকে এই স্টেডিয়ামকে ডাকা হবে কেবল জাতীয় স্টেডিয়াম নামে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এই নির্দেশনা জারি করেছে ঢাকার পল্টনে অবস্থিত স্টেডিয়ামটির স্বত্ত্বাধিকারী জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত নির্দেশনা অবিলম্বে কার্যক্রর করা হবে বলে জানানো হয়েছে এনএসসি পক্ষ থেকে। 

১৯৫৪ সালে এই স্টেডিয়ামটি নির্মিত হয়। ঢাকার প্রাণকেন্দ্র পল্টন এলাকায় এটির অবস্থান। এর আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম পরিবর্তন করা হয়।

ক্ষমতার পালাবদলে আবারও বদলে গেল স্টেডিয়ামটির নাম। এখন থেকে এই স্টেডিয়ামকে ডাকা হবে কেবল জাতীয় স্টেডিয়াম নামে। আগে স্টেডিয়ামে সব ধরনের খেলাই অনুষ্ঠিত হত। কিন্তু বর্তমানে স্টেডিয়ামটিকে কেবল ফুটবল মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ধারণক্ষমতা প্রায় ৩৬,০০০।

এর আগে গত ১৪ নভেম্বর দেশের তিনটি মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। একটি হলো কুষ্টিয়া জেলা স্টেডিয়াম। এটির নাম ছিল কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম। যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। 

দ্বিতীয়তে রয়েছে টাঙ্গাইল জেলার স্টেডিয়াম। এটির বর্তমান নাম শহীদ মারুফ স্টেডিয়াম টাঙ্গাইল। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গন মাঠ, ঢাকা।  যার নাম রাখা হয়েছে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর