প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:২৫
১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন দেশের নদী ও সাগরে ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে।
এই সময়কালে— ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয়, সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসন্ন রমজানে মাছ, মাংস, দুধ ও ডিমের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও জানান।
তিনি বলেন, ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত ঢাকার ২৫টি স্থানে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে।
উপদেষ্টা জানান, বিশেষ পরিবহন ব্যবস্থার মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ গাড়িতে করে এই পণ্য সরবরাহ করা হবে।
মন্তব্য করুন: