প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৪৮
তারুণ্যের উৎসব উপলক্ষে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্যে পরিচ্ছন্ন লক্ষ্মীপুর পৌরসভা গড়তে সড়কে নামলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের ২০টি পয়েন্টে এমন ব্যতিক্রম কার্যক্রমে অংশ নেন পৌরসভার বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের সঙ্গে অংশগ্রহণ করেন বিডি ক্লিনের সদস্যরাও।
পৌরসভা সুত্রে জানা যায়, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে লক্ষ্মীপুর পৌর শহরকে ‘পরিচ্ছন্ন নগরী’ হিসেবে দেশের কাছে উপস্থাপন করার লক্ষ্যে পৌর শহর পরিষ্কারের উদ্যোগ নেন পৌর প্রশাসক। এ সময় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কাগজের টুকরা, চিপসের প্যাকেট, প্লাস্টিক বর্জ্য নিজ হাতে তুলে ঝুড়িতে ভরে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দেন তিনি।
স্থানীয় সরকারের উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন বলেন, পরিবেশের ক্ষতি করে এমন সব ধরনের পলিথিনের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। আমরা যদি সচেতন না হই তাহলে কোন কিছুই সম্ভব নয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সকলে সচেতন হতে হবে। আমাদের আবর্জনা আমাদের কেই পরিষ্কার করতে হবে। এখন থেকে পৌর শহরের যেখানে যেখানে ময়লা পড়ে থাকবে আমরা ওখানে আমাদের স্বেচ্ছাসেবকদের নিয়ে উপস্থিত হয়ে নিজেরা ময়লা পরিষ্কার করে এ শহরটিকে একটি পরিষ্কার শহর হিসেবে জনগণের সামনে উপস্থাপন করব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আরাফাত হোসেন, লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, পৌরসভার প্রকৌশলী মো. জুলফিকার হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা প্রাণ গোপাল প্রমুখ।
মন্তব্য করুন: