মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন
  • কক্সবাজার বিমানঘাঁটিতে হামলা নিয়ে যা জানাল আইএসপিআর
  • সন্ধ্যা থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর প্যাট্রলিং
  • বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ৪ মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন
  • তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  • রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
  • ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট
  • বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয়
  • পদত্যাগের আলটিমেটাম নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ২ ডেডলাইন দিয়েছে

জলমহাল প্রকৃত মৎস্যজীবীদের ইজারা দিতে নির্দেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:৫৭

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘জাল যার জলা তার’- এ নীতি অনুসরণ করে প্রকৃত মৎস্যজীবীরা যাতে সরকারি জলমহাল ইজারা পান সে ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত অষ্টম কার্য-অধিবেশন শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।

মৎস্য উপদেষ্টা বলেন, জেলা প্রশাসকদের (ডিসি) আমরা কিছু নির্দেশনা দিয়েছি। কারেন্ট জালসহ অবৈধ জাল ও ফিশিং গিয়ার তৈরি, বিপণন ও বাজারজাতকরণ বন্ধ করায় অভিযান জোরদার করতে হবে। জলাশয় পুনঃখনন, অভয়াশ্রম ও বিল নার্সারি স্থাপনে জেলা ও উপজেলা প্রশাসনের সক্রিয় অংশ নিতেও বলেছি।

হাওর অঞ্চলে প্রজননকালে এক মাস মাছ ধরা নিষিদ্ধ করার কার্যক্রম প্রক্রিয়াধীন। বিষয়টি নিবিড় মনিটরিং করার নির্দেশও দেন তিনি।

তিনি বলেন, সমাজভিত্তিক মৎস্য চাষে কার্যকর উদ্যোগ গ্রহণ। জুলাই-আগস্টে তালিকাভুক্ত শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সহায়তা ও জীবনমান উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরকে জড়িত করতে হবে।

এছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর শাস্তির বিধান সংশোধনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট যাতে শাস্তি আরোপ করতে পারেন সেভাবে সংশোধন করা হচ্ছে।

এছাড়া মংস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর যথাযথ প্রয়োগে সবার সহযোগিতা চান উপদেষ্টা।

দেশীয় প্রজাতির মাছ, গবাদিপশু পালনে কৃষককে সহায়তা করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ডিসিদের পতিত জলাশয় মাছ চাষের আওতায় আনতে হবে। হাওরাঞ্চলের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ব্যবস্থাগ্রহণসহ মৎস্যজীবীদের তালিকা হালনাগাদ করতে হবে।

বিদ্যমান তালিকা থেকে অ-মৎস্যজীবীদের বাদ দিয়ে প্রকৃত জেলেদের অন্তর্ভুক্ত করতে সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর