মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন
  • কক্সবাজার বিমানঘাঁটিতে হামলা নিয়ে যা জানাল আইএসপিআর
  • সন্ধ্যা থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর প্যাট্রলিং
  • বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ৪ মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন
  • তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  • রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
  • ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট
  • বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয়
  • পদত্যাগের আলটিমেটাম নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ২ ডেডলাইন দিয়েছে

সম্মেলন শেষে ১২টি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে মাঠে ফিরলেন ডিসিরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৫১

তিন দিনের সম্মেলন শেষে সরকারের ১২টি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে মাঠে ফিরেছেন জেলা প্রশাসকরা (ডিসি)। তাদেরকে আইন ও বিবেক খাটিয়ে প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন সরকারের নীতিনির্ধারকরা। এখন থেকেই তাদের নির্বাচন সংক্রান্ত কাজ শুরুর জন্য বলা হয়েছে। নির্ভয়ে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কালোবাজারি, মজুতদার ও বাজার সিন্ডিকেট খুঁজে বের করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়।

জেলা প্রশাসকদের তিন দিনব্যপী সম্মেলন শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। তিন কার্যদিবসে মোট ৩৪টি পৃথক কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম দিন সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এবারের সম্মেলনে জেলা প্রশাসকরা ৩৫৪টি প্রস্তাব পেশ করেন। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পৃথক কর্ম-অধিবেশনগুলোয় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, সিনিয়র সচিব, সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১২ নির্দেশনার মধ্যে আরও আছে সরকারি সম্পদ জবরদখল রোধ, খাল, নদী, পুকুরসহ প্রাকৃতিক জলাধার সংরক্ষণ, সরকারি সম্পদ ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করা, সার, বীজসহ কৃষি উপকরণের সহজলভ্যতা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন তদারকি, শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতিরোধে পদক্ষেপ নেওয়া, চিকিৎসা সেবায় হয়রানি বন্ধ এবং সব ধরনের সেবা পর্যায়ক্রমে অনলাইনে দেওয়া। একাধিক ডিসির সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, ডিসিদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শান্তিশৃঙ্খলা রক্ষা, জনজীবন স্বাভাবিক রাখতে বাড়তি নজরদারি করতে বলা হয়েছে। প্রয়োজনে যৌথ বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের নির্ভয়ে মাথা উঁচু করে নির্বাচনী দায়িত্ব পালন করতে বলা হয়েছে। দেশ নির্বাচনের জন্য প্রস্তুত। প্রধান নির্বাচন কমিশনার ডিসিদের উদ্দেশে বলেন, ইলেকশন নিয়ে আমরা যেমন কাজ করছি, আপনারাও সহযোদ্ধা। আমরা একটা যুদ্ধে নেমেছি। এটা হচ্ছে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার যুদ্ধ। আপনারা আমাদের সহযোদ্ধা হিসাবে থাকবেন। এখন থেকেই কাজ শুরু করেন।

সংশ্লিষ্টরা জানান, আসন্ন পবিত্র মাহে রমজানে নিত্যপণ্য সাধারণের নাগালে রাখতে ডিসিদের বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে। সরকার রমজানে সুলভমূল্যে তথা ফেয়ার প্রাইসে, ওপেন মার্কেট সেল ( ওএমএস) ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে সাধারণ মানুষের জন্য খাদ্যদ্রব্য সরবরাহ করবে। এছাড়া ঈদ উপলক্ষ্যে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেবে। এসব সরকারি উদ্যোগ যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় এবং সুষ্ঠু বণ্টন হয়, সে বিষয়ে সতর্ক পদক্ষেপ নিতে বলা হয়েছে। কালোবাজারি, মজুতদার এবং একশ্রেণির অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট কৃত্রিক সংকট সৃষ্টি করে জনভোগান্তি সৃষ্টি মাধ্যমে সরকারের দুর্নাম করতে চায়। এসব অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ডিসিদের বার্তা দেওয়া হয়েছে। এছাড়া চলতি বোরো মৌসুমে কৃষক যেন ঠিক সময়ে সার, বীজ এবং সেচ সুবিধা নির্বিঘ্নে পান, তা ডিসিদের নিশ্চিত করতে বলা হয়েছে। কৃষিকাজে বিদ্যুৎ সরবরাহ যেন নিরবচ্ছিন্ন হয়, তা তদারকি করতে বলা হয়েছে।

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটে। শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবক কমিটি নিয়ে দলাদলি, মারামারি, মামলা-হামলার ঘটনা ঘটে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের কোনো হিসাবনিকাশ থাকে না। ভর্তি বাণিজ্যের ঘটনা ঘটে। সব ধরনের দুর্নীতি সমূলে উৎপাটন করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর