প্রকাশিত:
২০ ফেব্রুয়ারী ২০২৫, ১৮:৫০
টাঙ্গাইল জেলা শহরে বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা পরিষদ মিলনায়তনে ১৯ ফেব্রুয়ারি বুধবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ) এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুন নাহার স্বপ্না। এতে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডি আই) ময়মনসিংহ জোনের রিজওনাল কর্মকর্তা নার্গিস আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টিপার্টি অ্যাডভোকসি ফোরামের সহ-সভাপতি ও জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদী। মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) এর সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য সচিব কে এম তৌহিদুল ইসলাম বাবু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ার হোসেন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), সদর থানার পরিদর্শক (ওসি অপারেশন) ভীক্টর ব্যানার্জি, জেলা সুজনের সাধারণ সম্পাদক তরুন ইউসুফ, সরকারি ইব্রাহীম খাঁ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অনীক রহমান বুলবুল, কম্বাইন্ড হিউম্যান রাইটস এর সভাপতি মোঃ আরিফুর রহমান, জেলা এনজিও ফোরামের কর্মকর্তা শামীম আল মামুন, জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সভাপতি ও ফেলো নিলুফা ইয়াসমিন খান, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, জাতীয়তাবাদী যুবদল টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও ফেলো কে এম আব্দুল্লাহ্, যুবদল নেতা ও ফেলো হিমেল খান বাঙ্গালী প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ 'সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনায় টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের নাগরিকগন বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বর্তমানে টাঙ্গাইল শহরবাসী যে সকল সমস্যার মধ্যে দিয়ে জীবন-যাপন করছে। তার মধ্যে শহরে স্বাভাবিক চলাফেরার ক্ষেত্রে নাগরিকদের জন্য অন্যতম ৩টি সমস্যা। তা হলো যানজট, জলাবদ্ধতা এবং বর্জ্য ব্যবস্থাপনা। এসব সমস্যার কারনে শহরের জনগন তাদের দৈনিন্দিন কাজ করতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। সকল শ্রেণী পেশার মানুষের একটাই চাওয়া আর সেটা হলো এই তিন সমস্যার সমাধান। চিহিৃত সমস্যা সমাধানে কিভাবে বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে কিভাবে সমন্বয় করা যেতে পারে সে বিষয়ে উপস্থিত কর্তৃপক্ষগনের দিক নির্দেশনামূলক পরামর্শ এবং মতামত প্রদান করেন। মাল্টিপার্টি অ্যাডভোকসি ফোরাম এমএএফ হলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পৃষ্টপোষকতায় একটি বহুদলীয় স্বেচ্ছাসেবী প্লাটফরম। এ প্লাটফরমের সদস্যরা জনগনের বিভিন্ন স্থানীয় সমস্য সমাধানে কর্তৃপক্ষের সাথে এডভোকসির মাধ্যমে সমস্যার সমাধানে একসাথে কাজ করছে। অনুষ্ঠানটি যুক্তরাজ্যের এফসিডিও এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে মাধ্যমে পরিচালিত বি স্পেইস প্রকল্পের আওতায় আয়োজিত হয়।
মন্তব্য করুন: