মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন
  • কক্সবাজার বিমানঘাঁটিতে হামলা নিয়ে যা জানাল আইএসপিআর
  • সন্ধ্যা থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর প্যাট্রলিং
  • বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ৪ মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন
  • তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  • রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
  • ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট
  • বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয়
  • পদত্যাগের আলটিমেটাম নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ২ ডেডলাইন দিয়েছে

ভুল শুধরে রাওয়ালপিন্ডির পরিকল্পনা করবে বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৫১

চ্যাম্পিয়নস ট্রফির শুরুটা ভালো হলো না বাংলাদেশের। বাজে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও শোচনীয় অবস্থা ছিল টাইগার বাহিনীর। তাতে ভারতের বিপক্ষে হতাশার হার ছাড়া অন্য কিছু মেলেনি। তবে এই হারের মধ্যেও স্বস্তি নিয়ে এসেছিলেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের প্রথম শতক গড়ে দলের হাল ধরেছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন জাকের আলী অনিক। এই দুই ব্যাটারের কল্যাণে লড়াই করার মতো পুঁজি পেয়েছিল বাংলাদেশ। স্বল্প পুঁজি দিয়েও ফিল্ডিংয়ে আশানুরূপ ফল করতে পারেনি নাজমুল হোসেন শান্তরা। ক্যাচ ছাড়ার পাশাপাশি রান আউটের কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দল।

দুবাই পর্ব শেষে লাল-সবুজের প্রতিনিধিরা এবার প্রস্তুত হচ্ছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির জন্য। এখানে আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবেন শান্তরা। এই দুই ম্যাচের আগে নিজেদের ভুলগুলো শুধরে নিতে চায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে হার শেষে দলের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন তাওহিদ হৃদয়। হাইব্রিড মডেলের কারণে দুটি দেশে খেলতে হচ্ছে তাদের। তাতে দুটি ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয় রয়েছে। সব মিলিয়ে পরের দুই ম্যাচের পরিকল্পনার বিষয়ে হৃদয় বলেছেন, 'আমরা জানি, পাকিস্তানের কন্ডিশন ভিন্ন হবে। প্রথমে এই ম্যাচে আমাদের যে ভুলগুলো হয়েছে, সেগুলো কাটিয়ে শক্তিশালী হয়ে ফিরতে চাই। তারপর যখন আমরা অনুশীলনে নামবো, তখন কন্ডিশন বুঝে পরিকল্পনা করবো।'

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নিয়ে হৃদয় বলেছেন, 'আমাদের মানসিকতা খুব পরিষ্কার ছিল। শুরুতেই কয়েকটি উইকেট হারানোয় কিছুটা চাপ তৈরি হয়েছিল। আমি এবং জাকের তখন শুধু একটি জুটি গড়ে তোলার চেষ্টা করেছি, অন্য কিছু নয়। আর উইকেটটা একটু কঠিন ছিল। স্পিনাররা বাড়তি সুবিধা পাচ্ছিলেন, বল নিচু হয়ে আসছিল। পাওয়ার প্লের পরে যখন বল কিছুটা পুরোনো হয়ে উঠেছিল তখন সিঙ্গেল নেওয়া সহজ ছিল। আমরা যখন শুরুর দিকে দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলি। তখন আমি কীভাবে জুটি গড়তে পারি, সেদিকে মনোযোগ দিয়েছিলাম। আমি এবং জাকের শুধু আলোচনা করেছি, এখান থেকে আমাদের একটি বড় জুটি গড়ে তুলতে হবে। আর ৯০ রানের পর একটু ক্র্যাম্পিং হচ্ছিল, এটিও ক্রিকেটের অংশ।'

ভারতের পেসার মোহাম্মদ শামি একাই দখল করেছিলেন বাংলাদেশের পাঁচ উইকেট। এরপরে হৃদয়ের সেঞ্চুরির জবাবে শুভমান গিলও সেঞ্চুরি করেছেন। ম্যাচটিতে গুরুত্বপূর্ণ সময়ে লোকেশ রাহুলের ক্যাচ ছেড়েছিলেন জাকের আলী অনিক। এগুলোর মধ্যে কোনটি বড় করে দেখছেন হৃদয়, এমন প্রশ্নের জবাবে বলেছেন, 'ক্যাচ ছেড়ে দেওয়া খেলার অংশ, এটি স্বাভাবিকভাবেই দেখছি। ভারতের বোলাররা ভালো বোলিং করেছে, শামি ভালো বোলিং করেছেন। জাকের আলী একটি ক্যাচ ফেলেছেন, কিন্তু এটা খেলার অংশ। এটা আমাদের হারের জন্য বড় কোনো কারণ নয়। আশা করি, আমরা দৃঢ়ভাবে ফিরে আসবো।'

এ দিকে টস জয়ের পরে বাংলাদেশের ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলাদেশ-ভারত ম্যাচের আগে সারা রাত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল এবং পিচে আর্দ্রতা ছিল। আর কোনো দল দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় শিশির সমস্যা করবে, সেটিও জানা ছিল। তবু টসে জিতে ব্যাটিং নেওয়ার বিষয়ে হৃদয় বলেছেন, 'টস নিয়ে আমরা খুব পরিষ্কার ছিলাম। আমরা প্রথমে ব্যাটিংই করতে চেয়েছিলাম। আমরা এখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। আমরা উইকেট এবং কন্ডিশন সম্পর্কে জানতাম। তাই প্রথমে ব্যাট করতেই চেয়েছিলাম।'

এ দিকে প্রতিপক্ষ ভারতকে নিয়ে হৃদয় বলেছেন, 'আমি যখন ভারতীয় স্পিনারদের মুখোমুখি হয়েছিলাম, তখন কিছুটা অস্বস্তিতে ছিলাম, কারণ তারা ভালো বোলিং করেছিল। তারা ভালো জায়গায় বোলিং করেছিল। আমাদের স্পিন আক্রমণও ভালো ছিল। রিশাদ দারুণ বোলিং করেছে।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর