প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:৩৯
ময়মনসিংহে আয়োজিত হয়েছে ক্যাট শো ও বিনামূল্যে র্যাবিস ভ্যাক্সিনেশন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) শিল্পাচার্য জয়নুল আবেদি পার্কে বিড়াল প্রেমীদের জন্য ব্যতিক্রমী এই আয়োজন করে প্রফেসর’স পেট কেয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।
সভাপতিত্ব করেন প্রফেসর’স পেট কেয়ারের প্রতিষ্ঠাতা ও বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক বাহানুর রহমান বলেন, “সন্তানরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, যা তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। পোষা প্রাণী, বিশেষ করে বিড়াল, তাদের মানসিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
ক্যাট শোতে প্রায় ১৫০ জন অংশগ্রহণকারী তাদের বিড়াল নিয়ে আসেন। এর মধ্যে অর্ধশতাধিক ছিল বিদেশি জাতের বিড়াল।
অংশগ্রহণকারী মাহমুদা হোসেন মলী বলেন, "ব্যস্ততার পরে ঘরে ফিরলে বিড়ালের দুষ্টুমি সব ক্লান্তি ভুলিয়ে দেয়।"
আরেক প্রতিযোগী রোকসানা নাসরীন বলেন, "গ্রামে কালো বিড়ালকে অশুভ মনে করা হয়, যা দুঃখজনক। অথচ বিশ্বের অনেক দেশ বিড়ালের ভাষা বোঝার চেষ্টা করছে।"
অধ্যাপক ড. মাহমুদুল আলম জানান, “আমাদের প্রতিষ্ঠান অসহায় ও অসুস্থ বিড়ালদের উদ্ধার করে বিনামূল্যে চিকিৎসা দেয়। আজকের ক্যাট শো-তে অংশ নেওয়া বিড়ালদের ফ্রি র্যাবিস ভ্যাকসিন ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।”
বিড়াল প্রেমীদের এমন আয়োজন প্রতি বছর করার আহ্বান জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
মন্তব্য করুন: