সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল শ্রম সংস্কার কমিশন
  • জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
  • ৮ জনের বিরুদ্ধে প্রথমবার ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা
  • বিশেষ বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ
  • আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
  • রোহিঙ্গা সংকট সমাধানে আরও কার্যকর উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
  • প্রধান উপদেষ্টার আরো এক বিশেষ সহকারী নিয়োগ, মর্যাদা প্রতিমন্ত্রী
  • ঈদে যথাযথ দায়িত্ব পালন করায় কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ
  • শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে

জার্মানির পার্লামেন্ট নির্বাচন

জয়ী হয়েই যুক্তরাষ্ট্র থেকে স্বাধীন হওয়ার আহ্বান জানালেন মেৎর্স

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:২৩

জার্মানির পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েই যুক্তরাষ্ট্র থেকে স্বাধীন হওয়ার ঘোষণা দিলেন ফ্রেডরিখ মেৎর্স। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপকে নিয়ে আর আগের মতো ভাবছে না। তাই ইউরোপকে যুক্তরাষ্ট্র থেকে স্বাধীন হতে হবে।

নির্বাচনে জয়ী হওয়ার পর টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে মেৎর্স বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন ইউরোপের নিরাপত্তা নিয়ে খুব বেশি চিন্তিত নয়। তাই আমাদের স্বাধীনভাবে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আমি নিশ্চিত নই যে, আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে ন্যাটো তার বর্তমান রূপে থাকবে কি না। আমাদের খুব দ্রুত স্বাধীন প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে হবে।

মেৎর্স অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়ই জার্মানির নির্বাচনে হস্তক্ষেপ করেছে। তিনি বলেন, ওয়াশিংটনের হস্তক্ষেপ মস্কোর চেয়ে কম ছিল না, ফলে আমরা দুই দিক থেকেই চাপে রয়েছি।

তিনি বিশেষভাবে ইলন মাস্কের সমালোচনা করেছেন, কারণ তিনি ‘উগ্র ডানপন্থি’ দল এএফডির পক্ষে নির্বাচনী প্রচারে সক্রিয় ছিলেন।

এদিকে, নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে জার্মানি ও যুক্তরাষ্ট্রের জন্য একটি দুর্দান্ত দিন বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, জার্মান জনগণ দীর্ঘদিন ধরে চলে আসা বোকামিপূর্ণ নীতি, বিশেষ করে জ্বালানি ও অভিবাসন নিয়ে উদ্ভট এজেন্ডার প্রতি বিরক্ত হয়ে উঠেছিল। আর সেটিই এই পরিবর্তনের কারণ।

অন্যদিকে, সরকার গঠনের ক্ষেত্রে মের্জকে এখন তার প্রতিদ্বন্দ্বী এসডিডপির সঙ্গে জোট গঠন করতে হতে পারে। তিনি বলেন, যদি একজন অংশীদার পাই, তবে সহজ হবে। যদি দুজন লাগে, তবে কঠিন হবে, তবে সরকার গঠন করতে হবে দ্রুত। কারণ পৃথিবী আমাদের জন্য থেমে থাকবে না।

আবার এএফডি নেতা অ্যালিস ওয়েইডেল বলেছেন, যদি সিডিইউ ও সিএসউ বামপন্থিদের সঙ্গে সরকার গঠন করে, তবে সেটি হবে জনগণের সঙ্গে প্রতারণার শামিল। আর পরের নির্বাচনে আমরা প্রথম স্থান অধিকার করবো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর