প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:২৯
ইউক্রেনের ন্যাটো জোটে সদস্যপদ পাওয়ার সম্ভাবনা আবারও বাতিল করেছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিনিময়ে ক্ষমতা ছাড়তে প্রস্তুত বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি প্রস্তাব দেওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবস্থান স্পষ্ট করা হলো। খবর আনাদোলু এজেন্সির।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ সোমবার ইউক্রেনের ন্যাটো জোটে প্রবেশের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন। যদিও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে এই জোটে সদস্যপদ দেওয়া হলে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছিলেন।
মন্তব্য করুন: