মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১৩ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সরকারের থেকে রাজপথে আমার ভূমিকা বেশি থাকবে
  • ১৪০ কোটি টাকাসহ আনিসুলের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
  • ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি
  • রমজানে কোনভাবে যেন নিত্যপণ্যের দাম না বাড়ে সেই চেষ্টা করা হচ্ছে
  • ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংককে বাংলাদেশে আনা হচ্ছে
  • পিলখানা হত্যাকাণ্ডের বিচার পেতে স্বজনরা অপেক্ষায় আছেন
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • সামরিক কবরস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ তিন বাহিনী প্রধানের শ্রদ্ধা
  • ৮৫ নির্বাচন কর্মকর্তার চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

সারাদেশে ধর্ষকদের গ্রেফতার ও বিচার দাবিতে ভাংগায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

মোসলেউদ্দিন (ইমরান), ভাংগা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:২০

সারাদেশে ধর্ষনের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ভাংগার ছাত্র-জনতা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভাংগা সরকারি কেএম কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এসময় বিক্ষোভ মিছিলটি ভাংগা বাজার দিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ধর্ষনের মত ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। চলন্ত বাসে ধর্ষনের ঘটনা ঘটছে, মায়ের সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে ধর্ষনের ঘটনা ঘটছে, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের ঘটনা ঘটছে। এসব ধর্ষনের ঘটনায় বক্তারা তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেন এবং এইসব ধর্ষনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

এসময় বক্তারা ভাংগার একটি ঘটনা উল্লেখ করে বলেন, ভাংগা পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তা করেন উক্ত বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর সবুজ হাওলাদার। পরবর্তীতে উক্ত ঘটনা জানাজানি হলে সর্ব মহলে আলোচনার ঝড় উঠে। লম্পট এই কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও মহোদয়ের কাছে তারা মৌখিকভাবে দাবি জানান।

এবিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, সবুজ হাওলাদার অফিস রুমে কাজের কথা বলে ডেকে নিয়ে তাকে শারিরীক ভাবে হেনন্থা করে।

এবিষয়ে ভাংগা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, ভাংগা পাইলট স্কুলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর সাথে অশোভন আচরণের বিষয়টি জানতে পেরেছি। অভিযুক্ত কম্পিউটার অপারেটরকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর