প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:২০
সারাদেশে ধর্ষনের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ভাংগার ছাত্র-জনতা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভাংগা সরকারি কেএম কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এসময় বিক্ষোভ মিছিলটি ভাংগা বাজার দিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ধর্ষনের মত ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। চলন্ত বাসে ধর্ষনের ঘটনা ঘটছে, মায়ের সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে ধর্ষনের ঘটনা ঘটছে, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের ঘটনা ঘটছে। এসব ধর্ষনের ঘটনায় বক্তারা তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেন এবং এইসব ধর্ষনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
এসময় বক্তারা ভাংগার একটি ঘটনা উল্লেখ করে বলেন, ভাংগা পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তা করেন উক্ত বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর সবুজ হাওলাদার। পরবর্তীতে উক্ত ঘটনা জানাজানি হলে সর্ব মহলে আলোচনার ঝড় উঠে। লম্পট এই কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও মহোদয়ের কাছে তারা মৌখিকভাবে দাবি জানান।
এবিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, সবুজ হাওলাদার অফিস রুমে কাজের কথা বলে ডেকে নিয়ে তাকে শারিরীক ভাবে হেনন্থা করে।
এবিষয়ে ভাংগা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, ভাংগা পাইলট স্কুলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর সাথে অশোভন আচরণের বিষয়টি জানতে পেরেছি। অভিযুক্ত কম্পিউটার অপারেটরকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন: