প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:৪১
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা ভিশন বাস্তবায়নে কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলছে বইমেলা ও প্রকাশনা উৎসব। উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বই মেলা ও প্রকাশনা উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ছাত্রশিবির (ফুলবাড়ী থানা পশ্চিম)।
তিন দিনব্যাপী বইমেলা ও প্রকাশনা উৎসব ২৪ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীরা প্রকাশনা উৎসবে আসছেন। শিক্ষার্থীরা বলেন, উপজেলায় এই প্রথমবারের মতো বইমেলা ও প্রকাশনা উৎসব চলছে। এখানে এসে বই পড়ে বই দেখে ভালো লাগলো। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এমন আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখে। এর পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিকেও সাধুবাদ জানান তারা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী (পশ্চিম) থানা শাখার সভাপতি মো: মিরাজ হোসাইন বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা ভিশন বাস্তবায়নে বইমেলা ও প্রকাশনা উৎসব চলছে। পাশাপাশি আমরা বইমেলা ও প্রকাশনা উৎসবে আগত শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় বাস্তবায়ন করছি। এ কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজন করা হবে বলেও জানান তিনি।
তিন দিনব্যাপী বইমেলা প্রকাশনা উৎসব এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী (পশ্চিম) থানা শাখার সেক্রেটারি সবুজ ইসলাম, শিমুলবাড়ী ইউনিয়ন সভাপতি মো: মনিরুজ্জামান, ফুলবাড়ী জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি ইয়াছিন আরাফাত, সাথী জিসান ও মাসুদ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: