বৃহঃস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৫, ১৪ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • খাদ্যে ভেজাল রোধে বিএসটিআইয়ের বিশেষ অভিযান চলবে
  • পরিবেশ ধ্বংস রোধে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে
  • সারাদেশে আরও ৬৭৮ জন গ্রেফতার
  • জুলাইয়ে কিছু ক্ষেত্রে বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়
  • জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
  • শুধু রণাঙ্গনের যোদ্ধারাই হবেন ‘মুক্তিযোদ্ধা’, বাকিরা সহযোগী
  • বিদ্যুৎখাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে
  • ভোরে হঠাৎ পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব
  • নাহিদ ইসলামের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

পরিবেশ উপদেষ্টা

পরিবেশ ধ্বংস রোধে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৯:৪৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ধ্বংস রোধে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। পাহাড় কাটার ক্ষেত্রে কেবল শ্রমিক নয়, মালিককেও আইনের আওতায় আনতে হবে। পাহাড়, নদী, সমুদ্রসহ প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হবে। পরিবেশ সংরক্ষণ শুধু ব্যক্তি স্বার্থের বিষয় নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের দায়িত্ব।

আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত ‘মহান ২১শে বইমেলা-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বইমেলায় পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধেও মত প্রকাশ করেন এবং পরিবেশবান্ধব জীবনযাত্রার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা যদি বইমেলায় পলিথিন বন্ধ করতে পারি, তাহলে অন্যান্য ক্ষেত্রেও পরিবেশবান্ধব উদ্যোগ নিতে পারব। কর্ণফুলী নদী পলিথিনে ঢেকে যাচ্ছে, এটি রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, “এই মেলা শুধু বইয়ের নয়, এটি আমাদের সংস্কৃতি ও পরিবেশ সচেতনতার প্রতিচ্ছবি।

উপদেষ্টা বলেন, আমরা চাই চট্টগ্রাম তার নান্দনিকতা ও প্রকৃতির জন্য বিখ্যাত থাকুক, দূষণের জন্য নয়। উপদেষ্টা জাহাজভাঙা শিল্প থেকে সৃষ্ট দূষণ, পাহাড় কাটা ও কৃষিজমি রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেন, প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে কেউ কখনো জিততে পারেনি। আমরা যদি প্রকৃতিকে রক্ষা করে উন্নয়নের পথে এগিয়ে যাই, তবেই টেকসই ভবিষ্যৎ গড়া সম্ভব হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে
সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম সহ বিশিষ্ট লেখক, প্রকাশক, পরিবেশবিদ সংস্কৃতিসেবী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ পদক বিতরণ করেন


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর