বৃহঃস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৫, ১৪ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • খাদ্যে ভেজাল রোধে বিএসটিআইয়ের বিশেষ অভিযান চলবে
  • পরিবেশ ধ্বংস রোধে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে
  • সারাদেশে আরও ৬৭৮ জন গ্রেফতার
  • জুলাইয়ে কিছু ক্ষেত্রে বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়
  • জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
  • শুধু রণাঙ্গনের যোদ্ধারাই হবেন ‘মুক্তিযোদ্ধা’, বাকিরা সহযোগী
  • বিদ্যুৎখাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে
  • ভোরে হঠাৎ পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব
  • নাহিদ ইসলামের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের কর্মশালা

জাতীয় অর্থনীতির মূল ধারার সাথে নারীদের সম্পৃক্তকরণ ও ক্ষমতায়ন অনস্বীকার্য- জেলা প্রশাসক টাঙ্গাইল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ২০:২৮

টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক বলেছেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তৃণমূল পর্যায়ের সামাজিক ও অর্থনৈতিক কর্মকান্ডে নারীর যথেষ্ট অবদান সত্বেও নারীর প্রতি নেতিবাচক মনোভাব এখনো বিদ্যমান। সামাজিক নিরাপত্তাহীনতা নারীদের জন্য কাজ করার প্রধান অন্তরায়। এজন্য জাতীয় অর্থনীতির মূল ধারার সাথে নারীদের সম্পৃক্ত করণ ও তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন অনস্বীকার্য। তিনি বাংলাদেশ সরকার কর্তৃক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার আওতায় সম্পূর্ণ বিনা খরচে তৃণমূল পর্যায়ের প্রশিক্ষিত নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করেন জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, টাঙ্গাইল।

টাঙ্গাইলের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা, টাঙ্গাইল জেলা কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাকির হোসেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহমিনা জান্নাত, টাঙ্গাইল প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক সাংবাদিক কাজী রিপন, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ সঞ্চিতা মৈত্র, পুলিশ সুপারের প্রতিনিধি সদর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবু সাঈদ, সদর যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের টাঙ্গাইলের প্রশিক্ষণ কর্মকর্তা আসিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন।

কর্মশালায় নারী উদ্যোক্তাদের মধ্য থেকে বক্তব্য রাখেন উদ্যোক্তা হালিমা বেগম, উদ্যোক্তা ঈশিতা রায়, উদ্যোক্তা সামিয়া ইসলামসহ অনেকে। কর্মশালায় প্রায় একশত প্রশিক্ষিত নারী উদ্যোক্তা অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক আরো বলেন, ব্যবসার জন্য মূলধন সংগ্রহ করতে নারীদের বাধার সম্মুখীন হতে হয়। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ প্রাপ্তিতে এখনো প্রতিবন্ধকতা রয়েছে। স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে পণ্য বিপনণের পদ্ধতি সম্পর্কে নারীদের ধারণার ঘাটতি আছে। তাই সামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ এখনো কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছেনি। তাই নারীদের স্বাবলম্বী হতে হবে। নারীদের সাবলম্বী হওয়ার চেয়ে সুন্দর আর কিছু নেই। স্বাবলম্বী নারীরা তাদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।      

উল্লেখ্য, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যেক্তাদের বিকাশ সাধন' শীর্ষক প্রকল্পের মাধ্যমে টাঙ্গাইলে বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স, বেবী কেয়ার, হাউজ কিপিং এ সুবিধাবঞ্চিত ও কম সুযোগপ্রাপ্ত নারীদের প্রশিক্ষণ দিয়ে আসছে। পাশাপাশি কম্পিউটার লানিং, সেলাই কাজসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর