সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
  • রোহিঙ্গা সংকট সমাধানে আরও কার্যকর উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
  • প্রধান উপদেষ্টার আরো এক বিশেষ সহকারী নিয়োগ, মর্যাদা প্রতিমন্ত্রী
  • ঈদে যথাযথ দায়িত্ব পালন করায় কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ
  • শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে
  • পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইউনান প্রদেশের গভর্নরের বৈঠক
  • স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ সন্ধ্যায়
  • শিশু ফাইয়াজের মামলা প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল
  • দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

ইংল্যান্ডের হারে আড়াই কোটি টাকা বেশি পাচ্ছে বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২ মার্চ ২০২৫, ১৪:৪৫

চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র হলে ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরতে হয়েছে টাইগারদের। এতে বাংলাদেশের জন্য সপ্তম স্থানটা নির্ধারিতই ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হেরে গেলে আরও এক ধাপ উপরে উঠে গেছে শান্ত-মিরাজরা।

শনিবার (১ মার্চ) আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ২৮০ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। জবাব দিতে নেমে ১২৫ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের টানা তিন হারে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা।

শুধু তাই নয়, মাঠের খেলায় ব্যর্থ হওয়া নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল লাভবান হলো আর্থিকভাবে। প্রাইজমানি হিসেবে অতিরিক্ত আরও ২ কোটি ৫৪ লাখ ৯৯ হাজার টাকার বেশি পাচ্ছে বাংলাদেশ দল।

এই ম্যাচে ইংল্যান্ড জয় পেলে বাংলাদেশ হতো সপ্তম। সে ক্ষেত্রে আইসিসির পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের সুবাদে ১ লাখ ২৫ হাজার ডলার ও সপ্তম হিসেবে ১ লাখ ৪০ হাজার ডলার পেত টাইগাররা। অর্থাৎ তাদের মিলত মোট ২ লাখ ৬৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়াত ৩ কোটি ২১ লাখ ৭৮ হাজার টাকার বেশি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পূর্বনির্ধারিত ঘোষণা অনুসারে, ষষ্ঠ হিসেবে আরও ৩ লাখ ৫০ হাজার ডলার পাচ্ছে টাইগাররা। অর্থাৎ অংশগ্রহণের সুবাদে ১ লাখ ২৫ হাজার ডলারসহ তাদের পকেটে ঢুকেছে মোট ৪ লাখ ৭৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৫ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার টাকার বেশি।

বাংলাদেশের মতো পাকিস্তানের পয়েন্টও ১। তবে নেট রান রেটে পিছিয়ে তারা। ফলে স্বাগতিকরা সব মিলিয়ে হয়েছে সপ্তম। আর পঞ্চম হয়েছে ‘বি’ গ্রুপে ৩ পয়েন্ট পাওয়া আফগানিস্তান। আর এক ম্যাচেও জয় না পাওয়া ইংলিশদের অবস্থান অষ্টম।

সবশেষ আসরের তুলনায় এবার শতকরা ৫৩ ভাগ প্রাইজমানি বাড়িয়েছে আইসিসি। আর্থিক পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার। রানার্সআপদের মিলবে ১১ লাখ ২০ হাজার ডলার। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দলের পকেটে যাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে।

আর পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা দুই দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। আর তলানিতে থাকা দুই দলের জুটবে ১ লাখ ৪০ হাজার ডলার করে। আট দলের প্রতিটি কেবল অংশগ্রহণের সুবাদে আলাদাভাবে পাবে ১ লাখ ২৫ হাজার ডলার। তাছাড়া, গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের বিজয়ী দলের মিলবে ৩৪ হাজার ডলার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর