সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • রোহিঙ্গা সংকট সমাধানে আরও কার্যকর উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
  • প্রধান উপদেষ্টার আরো এক বিশেষ সহকারী নিয়োগ, মর্যাদা প্রতিমন্ত্রী
  • ঈদে যথাযথ দায়িত্ব পালন করায় কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ
  • শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে
  • পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইউনান প্রদেশের গভর্নরের বৈঠক
  • স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ সন্ধ্যায়
  • শিশু ফাইয়াজের মামলা প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল
  • দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
  • প্রধান উপদেষ্টার কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা
  • ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে

ভাঙ্গায় মাদক ও চোরের বিরুদ্ধে গ্রামবাসীর র‌্যালি ও প্রতিবাদ সভা

মোসলেউদ্দিন (ইমরান), ভাঙ্গা (ফরিদপুর): 

প্রকাশিত:
৭ মার্চ ২০২৫, ১৯:৫০

 

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদক ও চোরদের বিরুদ্ধে গ্রামবাসী ফুসে উঠেছে। তাদের স্লোগান ছিল, "মাদক ব্যবসায়ী, সেবনকারী ও চোর গ্রাম ছাড়বে, নয়তো গ্রামবাসী ছাড়বে।"

এই স্লোগান নিয়ে ভাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড আতাদী চরকান্দা গ্রামের মুন্সিবাড়ি ঈদগাহ মাদ্রাসা মাঠে, মানিক মাতুব্বরের সভাপতিত্বে মাদক ও চোরের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে মানিক মাতুব্বর, আইয়ুব মুন্সী ও মাসুদ ডাক্তারের নেতৃত্বে একটি রেলি বের হয়ে গ্রামের রাস্তায় প্রদক্ষিণ করে। প্রতিবাদ সমাবেশে মাওলানা ইসরাফিলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন স্থানীয় সাবেক কাউন্সিলর মদা মাতুব্বর, এশারত শেখ, আলমগীর চৌধুরী, নাসির মাতুব্বর, অহিদ মাতব্বর, রোমান মাতব্বর প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা ও চুরি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মাদকের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় চুরির ঘটনা বাড়ছে বলেও তারা অভিযোগ করেন। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, "যদি কেউ মাদক ও চুরির সাথে জড়িত থাকে, তাহলে তাকে এলাকা ছেড়ে যেতে হবে। অন্যথায়, গ্রামবাসী তাকে সম্মিলিতভাবে প্রতিহত করবে।"

এ সময় বক্তারা আরো বলেন, "যদি কেউ মাদক ও চুরি ছেড়ে ভালো পথে আসতে চায়, তাহলে এলাকাবাসী তাদের সহযোগিতা করবে।"

সম্প্রতি, পহেলা রমজানের রাতে বিদ্যুৎ লাইনের প্রায় ২২ লাখ টাকার তার চুরির অভিযোগে ভাঙ্গা বিদ্যুৎ অফিস গ্রামবাসীকে কয়েক রাত বিদ্যুৎবিহীন রাখে। সেই ক্ষোভের মধ্যে চোরদের গ্রাম ছাড়া করার জন্য এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

এ বিষয়ে ভাঙ্গা আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান জানান, "আতাদি এলাকা থেকে লক্ষ লক্ষ টাকার তার চুরি করে নিয়ে গেছে চোরেরা। থানায় অভিযোগ করতে গেলে, ওই চোরদের বিরুদ্ধে সাত থেকে আটটি মামলা রয়েছে, তাই থানায় অভিযোগ গ্রহণ করা হয়নি। এ কারণেই গ্রামবাসীরা এই পদক্ষেপ নিয়েছেন। গ্রামবাসীরা চোরদের বাড়িঘর ভাঙচুর করে তাড়িয়ে দেওয়ার খবর পেয়েছি।"

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর