সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • রোহিঙ্গা সংকট সমাধানে আরও কার্যকর উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
  • প্রধান উপদেষ্টার আরো এক বিশেষ সহকারী নিয়োগ, মর্যাদা প্রতিমন্ত্রী
  • ঈদে যথাযথ দায়িত্ব পালন করায় কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ
  • শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে
  • পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইউনান প্রদেশের গভর্নরের বৈঠক
  • স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ সন্ধ্যায়
  • শিশু ফাইয়াজের মামলা প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল
  • দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
  • প্রধান উপদেষ্টার কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা
  • ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে

একই বছর মারা যাবেন শাহরুখ-সালমান, ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ মার্চ ২০২৫, ১৬:২৩

একই বছর মারা যাবেন বলিউডের দুই মেগাস্টার শাহরুখ খান ও সালমান খান! সম্প্রতি এমনই এক ভবিষ্যদ্বাণী করেছেন এক জ্যোতিষী। আর এই ভবিষ্যদ্বাণী করে বেশ তোপের মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্ট শোয়ে এসে বলিউডের এই দুই তারকাকে এমন বিস্ফোরক মন্তব্য করলেন জ্যোতিষী সুশীল কুমার সিংহ। তার পর থেকে তার দিকে ধেয়ে এসেছে কটাক্ষ।

দুই সুপারস্টারের অনুরাগীদের তোপের মুখে পড়েছেন তিনি। ২০২৫ সাল শাহরুখ ও সালমানের জন্য কেমন হবে, তা নিয়ে প্রথমে আলোচনা করেন তিনি। তার কথায়, “শাহরুখ খানের সময়টা ঠিকই যাচ্ছে। কিন্তু সালমানের খারাপ সময় চলছে বেশ কিছু দিন ধরে।

২০২৫, ২০২৬ ও ২০২৭ সাল খারাপ যাবে সালমানের।” এর পরেই তিনি দাবি করেন, খুব শীগগিরই নাকি সালমান বড় অসুখে আক্রান্ত হবেন।

সুশীল কোষ্ঠী বিচার করে শাহরুখ ও সালমানের একটি মিলও খুঁজে বার করেছেন এ জ্যোতিষী। তিনি বলেছেন, “সালমানের খুব জটিল রোগ ধরা পড়বে শীঘ্রই।

এই রোগের নাম নেওয়া যায় না। তবে দুজনের একটি মিল রয়েছে। একই সালে শাহরুখ ও সালমানের মৃত্যু হবে। ৬৭ বছরে ওরা দুজন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন।”

সুশীল কুমার আরো দাবি করেন, সালমান ইতিমধ্যেই মরণরোগে আক্রান্ত।

সেই রোগ শুধু ধরা পড়ার অপেক্ষায়। তবে এই রোগ সারবে না। জীবনের শেষের দিনগুলি নাকি তাঁর খুব কষ্টে কাটবে।

এদিকে জ্যোতিষীর এমন মন্তব্যে ক্ষিপ্ত সালমান ও শাহরুখের অনুরাগীরা। তাদের দাবি, কোনও ভাল জ্যোতিষী কারও মৃত্যু দিন প্রকাশ করেন না। মৃত্যু দিন প্রকাশ করা জ্যোতিষ শাস্ত্রে অনৈতিক। অনুরাগীরা ইতিমধ্যেই দুই তারকার জন্য প্রার্থনা শুরু করে দিয়েছেন। সেই সঙ্গে জ্যোতিষী সুশীল কুমার সিংহকে কটাক্ষের তীরে বিদ্ধ করছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর