সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • রোহিঙ্গা সংকট সমাধানে আরও কার্যকর উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
  • প্রধান উপদেষ্টার আরো এক বিশেষ সহকারী নিয়োগ, মর্যাদা প্রতিমন্ত্রী
  • ঈদে যথাযথ দায়িত্ব পালন করায় কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ
  • শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে
  • পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইউনান প্রদেশের গভর্নরের বৈঠক
  • স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ সন্ধ্যায়
  • শিশু ফাইয়াজের মামলা প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল
  • দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
  • প্রধান উপদেষ্টার কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা
  • ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে

ফরিদপুরের ভাঙ্গায় গৃহবধূ গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

মোসলেউদ্দিন(ইমরান), ভাংগা(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
১১ মার্চ ২০২৫, ১৬:৪৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক গৃহবধূ গণধর্ষণ মামলার পলাতক আসামি নূরে ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

আসামি নূর ইসলাম আলগী ইউনিয়নের আড়ুরাকান্দি গ্রামে পাচু মাতুব্বরের ছেলে।

সোমবার (১০ মার্চ) রাতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক।

জানা যায়, গত ৩০ জানুয়ারি বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এক গৃহবধূ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আড়ুরাকান্দি গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যার পর তিনি ভাঙ্গার আড়ুরাকান্দি বাসস্ট্যান্ডে নামলে ৪-৫ জন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী সরিষা খেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।

১২ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী ভাঙ্গা থানায় পাঁচজনকে আসামি করে একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—ভাঙ্গার আলগী ইউনিয়নের আড়ুরাকান্দি গ্রামের সাইদুল মাতুব্বর, ফরিদ মাতুব্বর, সাদ্দাম মাতুব্বর এবং নগরকান্দার ঝাটুরদিয়া গ্রামের নাসির খান। তবে নূরে ইসলাম ঘটনার পরপরই পালিয়ে যান।

পলাতক আসামি নূরে ইসলামকে ধরতে পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৎপরতা চালায়। অবশেষে, সোমবার (১০ মার্চ) রাতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার একটি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, "ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত নূরে ইসলামকে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই ঘটনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং ধর্ষণসহ নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর