সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • রোহিঙ্গা সংকট সমাধানে আরও কার্যকর উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
  • প্রধান উপদেষ্টার আরো এক বিশেষ সহকারী নিয়োগ, মর্যাদা প্রতিমন্ত্রী
  • ঈদে যথাযথ দায়িত্ব পালন করায় কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ
  • শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে
  • পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইউনান প্রদেশের গভর্নরের বৈঠক
  • স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ সন্ধ্যায়
  • শিশু ফাইয়াজের মামলা প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল
  • দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
  • প্রধান উপদেষ্টার কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা
  • ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে

দীর্ঘদিন পর ফিরে না খেলেই আবারও বাদ নেইমার

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৫ মার্চ ২০২৫, ১১:৫৮

প্রায় দেড় বছর পর ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে জাতীয় দলে ডেকেছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে কোনো ম্যাচ খেলার আগেই আবারও সেটা বন্ধ হয়ে গেছে। তারকা স্ট্রাইকার চোটে পড়ার কারণে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে। তার বদলি হিসেবে দলে ঢুকবেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার এন্ড্রিক।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে ব্রাগান্টিনোর বিপক্ষে স্যান্তোসের ২-০ গোলে জয়ের ম্যাচে পেশিতে টান অনুভব করেন নেইমার। তার সাথে আরও দুই খেলোয়াড় বাদ পড়েছেন। তারা হলেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন মার্কেজ ও ফ্লেমেঙ্গোর ড্যানিলো। তাদের পরিবর্তে লুকাস পেরি ও অ্যালেক্স স্যান্ড্রোকে দলে ডাকা হয়েছে।

সিবিএফের বরাতে ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র বলেছেন, ‘মূল দলে ডাক পাওয়ার পর ব্রাজিল জাতীয় দলের চিকিৎসা বিভাগ সকল খেলোয়াড়ের সার্বিক অবস্থা সম্পর্কে তথ্যের মূল্যায়ন করছে। বিশেষ করে ফ্লেমেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার এবং ম্যানচেস্টার সিটির এডারসনের অবস্থা জানিয়েছে তারা।’

‘তাদের মূল্যায়নের পর আমরা চোট পাওয়া খেলোয়াড়দের পরিবর্তে লিওঁ থেকে লুকাস পেরি, ফ্লামেঙ্গো থেকে অ্যালেক্স স্যান্ড্রো এবং রিয়াল মাদ্রিদ থেকে এন্ড্রিককে দলে ডাকার সিদ্ধান্ত নিয়েছি।

বাঁ হাটুর চোট থেকে সেরে জানুয়ারিতে শৈশবের ক্লাব স্যান্তোসে ফিরেছিলেন নেইমার। আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাকও পেয়েছিলেন তারকা। তবে উরুর চোটে আপাতত ছিটকে গেছেন। তাই ব্রাজিলের হয়ে ৩৩ বর্ষী নেইমারের ফেরাটা আরও দীর্ঘ হচ্ছে। ব্রাজিলের হয়ে ২০২৩ সালের অক্টোবরে সবশেষ মাঠে নেমেছিলেন নেইমার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর