শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রতিটি উন্নয়ন প্রকল্পে গণশুনানি বাধ্যতামূলক করতে হবে
  • লাল গালিচা দেখেই রেগে আগুন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন
  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল পিএসসি
  • শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • নীরবতা অনেক সময় সোনার চেয়েও দামি
  • ঢাকার সঙ্গে প্রতিরক্ষায় সহযোগিতা বাড়াতে চায় মস্কো
  • এসএসসি পরীক্ষায় বসেছে ১৫ লাখ শিক্ষার্থী
  • বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বাংলাদেশের
  • হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দশ মামলা দায়ের

"হিমবাহ সংরক্ষণ" প্রতিপাদ্যে ফুলবাড়ীতে বিশ্ব পানি দিবস উদযাপন

মো.নাজমুল হাসান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত:
১৯ মার্চ ২০২৫, ১৭:১৫

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়ায় বিশ্ব পানি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে একশনএইড বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) লোকাল রাইটস কর্মসূচি ৫২-এর আওতায় এক আলোচনা সভা ও পুকুর পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব পানি দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল "হিমবাহ সংরক্ষণ", যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নিরাপদ পানির ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে।

রিফ্লেকশন একশন সার্কেল সদস্যদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৩৪ জন নারী অংশগ্রহণ করেন। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম ও কেস ওয়ার্কার রিম্পা রানী। আলোচনা সভায় পানি সংরক্ষণ, নিরাপদ পানির অধিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় অংশগ্রহণকারী কল্যাণী রানী (৩৮), একজন গৃহিনী, বলেন—
"আগে পুকুরগুলোতে পর্যাপ্ত পানি থাকত, মাছ পাওয়া যেত, গাছপালা ও পশুপাখিও ভালোভাবে বাঁচতে পারত। কিন্তু এখন পানির অভাবে এসব সমস্যার সৃষ্টি হয়েছে। ধরলা নদীতেও পানি সংকট দেখা দিয়েছে। সরকার যদি সারাবছর পানি ধরে রাখার জন্য নদী ড্রেজিং করত, তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো।"

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মো. আব্দুল হামিদ (৬০) বলেন—
"নারীদের উদ্যোগে পুকুর পরিষ্কার করা একটি প্রশংসনীয় কাজ। এই দিবসের মাধ্যমে আমরা জানতে পারলাম কীভাবে পানি সংরক্ষণ ও পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ পরিবেশ নিশ্চিত করা যায়।"

একশনএইড বাংলাদেশ একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যা দারিদ্র্য বিমোচন ও বৈষম্য দূরীকরণে কাজ করছে। ১৯৮৩ সালে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মোকাবিলার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু হয়। বর্তমানে তারা লোকাল রাইটস কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, সক্ষমতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশ্ব পানি দিবস ২০২৫ উদযাপনের মাধ্যমে ফুলবাড়ী অঞ্চলের জনগণের মধ্যে বিশুদ্ধ পানি সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর