প্রকাশিত:
২০ মার্চ ২০২৫, ১৬:৪৬
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাভাবিপ্রবি ছাত্রদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শাহ নাসিরুদ্দিন বোগদাদি এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাভাবিপ্রবি শাখার আয়োজনে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশে শান্তিপূর্ণ অবস্থার জন্য দোয়া করা হয়।
এতে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ, মাদরাসা শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
ছাত্রদলের সিনিয়রদের পক্ষ থেকে মো: ফোরকান হোসেন বলেন, "রমজানের ইফতারের পুর্ব মুহুর্তে আমরা এখান থেকে দোয়া চাচ্ছি সবার কাছ থেকে আল্লাহ যেন দেশ নেত্রী বেগম জিয়ার পরিপুর্ণ সুস্থতা দান করেন। তিনি আরও বলেন, আমাদের ক্যাম্পাসটি ছোট, তাই ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে, ক্যাম্পাসের সুন্দর পরিবেশ বজায় রাখতে প্রয়োজনে সব দল দলমত একত্রিত হয়ে সকল কে সাথে নিয়ে কাজ করার আহবান জানান।"
অন্যতম সিনিয়র ছাত্রনেতা সাইদুল ইসলাম জানান, "যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ছাত্র সমাজ সোচ্চার এখনও রয়েছে, বিশেষ করে ফ্যাসিজমের বিরুদ্ধে।"
আরেক ছাত্রনেতা সালাউদ্দিন আহমেদ জানান, "দেশ নেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনা করছি আর আমাদের ক্যাম্পাসের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য দাবি জানাচ্ছি।"
প্রায় দুইশত মানুষের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন: