বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  • বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই
  • বিমসটেক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক চলছে
  • এপ্রিলজুড়ে মৃদু মাঝারি ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা
  • মার্চে ২৯৮ ভুল তথ্য শনাক্ত: রিউমার স্ক্যানার
  • দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, খুনিদের বিচার করবোই
  • বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির
  • অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর জঙ্গি সমস্যার উত্থান হয়নি
  • দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার হার্ডলাইনে যাবে
  • বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা 

সম্পর্কের স্থায়িত্ব বাড়াতে যা করবেন

জীবনযাপন ডেস্ক

প্রকাশিত:
২০ মার্চ ২০২৫, ১৭:২৬

সুন্দর ও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন। কিন্তু সম্পর্ক ভাঙতে এক মুহূর্তও লাগে না। অথচ যত দিন যাচ্ছে আমাদের মধ্যে ব্রেকআপ, ডিভোর্সের ঘটনা সাধারণ হয়ে উঠছে। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুজনকেই এগিয়ে আসতে হয়।

দুটি মানুষ যেহেতু আলাদা, তাদের পছন্দ-অপছন্দও ভিন্ন হওয়া স্বাভাবিক। একসঙ্গে থাকতে গিয়ে অনেক সময় এই ধরনের বিষয়গুলো সম্পর্কে চিড় ধরায়। আবার ছোটখাটো ভুলভ্রান্তিও বড় আকার ধারণ করে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে এই ৪ বিষয় আপনাকেও মাথায় রাখতে হবে।

কোনো কারণে দুজনের মধ্যে মনোমালিন্য হতেই পারে। কিন্তু সঙ্গীকে কখনোই অসম্মান করে কথা বলবেন না। এমনকি চিৎকার করে কথা বলবেন না। ধীরেসুস্থে কথা বলুন। নিজের কথা বোঝানোর এবং সঙ্গীর কথা বোঝার চেষ্টা করুন।

সঙ্গীর অনেক বিষয়ই আপনার অপছন্দ হতে পারে। কিন্তু তার মানে সঙ্গী আপনার জন্য ‘পারফেক্ট’ নয়, তা কিন্তু না। আপনাদের দুজনকেই একে-অন্যের পছন্দ-অপছন্দকে প্রাধান্য দিতে হবে। এতে সম্পর্কে কম জটিলতা তৈরি হবে।

মনের মধ্যে রাগ-অভিমান পুষে রাখবেন না। সঙ্গীর সঙ্গে খোলা মনে কথা বলুন। সমস্যা তৈরি হলে আলোচনা করুন। এতে সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং সম্পর্কের ভিত মজবুত হবে।

ঝগড়া-ঝামেলার সময় পুরনো কথা টেনে এনে অশান্তি বাড়াবেন না। এমনকি আপনার পার্টনার আপনাকে বিশ্বাস করে যদি কোনো কথা বলেন, সেটাও রাগের মাথায় বলে ফেলবেন না। এতে সঙ্গীর আপনার প্রতি বিশ্বাস ভেঙে যাবে। আর বিশ্বাস ভাঙলে সম্পর্কের ভিতও নড়বড়ে হয়ে যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর