শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রধান উপদেষ্টার সঙ্গে দুই থাই মন্ত্রীর সাক্ষাৎ
  • গ্রাম থেকে বিশ্বপরিবর্তনের বার্তা দিলেন ড. ইউনূস
  • বিমসটেক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা
  • বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে
  • বিমসটেক সম্মেলনে বিকেলে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা
  • ‘স্বাধীনতা ২.০’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফারুকী
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  • বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই
  • বিমসটেক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক চলছে
  • এপ্রিলজুড়ে মৃদু মাঝারি ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা

আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ মিস করবেন যেসব তারকা

খেলা ডেস্ক

প্রকাশিত:
২২ মার্চ ২০২৫, ১৮:১০

বিশ্বকাপ বাছাইয়ের সুপার ক্লাসিকোর আগে চোটাঘাতে জর্জরিত আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই দলের সবচেয়ে বড় দুই তারকা চোটের কারণে স্কোয়াডেই নেই। লিওনেল মেসি ও নেইমার আগেই ছিটকে গেছেন। এছাড়া আর্জেন্টিনার পাউলো দিবালা, জিওভান্নি লো সেলসোও চোট নিয়ে মাঠের বাইরে।

এদিকে গতকাল কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে মাথায় আঘাত পান ব্রাজিলের গোলকিপার আলিসন বেকার। এই চোটের ফলে আর্জেন্টিনার বিপক্ষে খেলা হচ্ছে না তার। এছাড়া দুই ম্যাচে হলুদ কার্ডের কারণে পরের ম‍্যাচে খেলতে পারছেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গিমারায়েসও।

অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের কষ্টসাধ্য জয়ের দিনে লাল কার্ড দেখেছেন নিকোলাস গঞ্জালেস। এর বাইরে মাংসপেশির চোটের কারণে উরুগুয়ে ম্যাচ থেকে ছিটকে যান লাউতারো মার্টিনেজ। ব্রাজিল ম্যাচেও তাকে পাওয়ার সম্ভাবনা কম। রদ্রিগো দে পলকে নিয়েও রয়েছে শঙ্কা। চোটের কারণে উরুগুয়ের বিপক্ষে খেলানো হয়নি তাকে।

যদিও ব্রাজিলের বিপক্ষে দে পলকে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি, ‘আমার মনে হয় সে ব্রাজিল ম্যাচের আগে ফিট হয়ে উঠবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, সে প্রস্তুত থাকবে আমি নিশ্চিত।’

উল্লেখ্য, বুধবার (২৬ মার্চ) মাস মনুমেন্তাল স্টেডিয়ামে ক্লাসিকোয় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হবে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের টিকিট।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১৩ ম্যাচে তাদের ২৮ পয়েন্ট। তিনে থাকা ব্রাজিল সমান ম্যাচে পেয়েছে ২১ পয়েন্ট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর