শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রধান উপদেষ্টার সঙ্গে দুই থাই মন্ত্রীর সাক্ষাৎ
  • গ্রাম থেকে বিশ্বপরিবর্তনের বার্তা দিলেন ড. ইউনূস
  • বিমসটেক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা
  • বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে
  • বিমসটেক সম্মেলনে বিকেলে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা
  • ‘স্বাধীনতা ২.০’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফারুকী
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  • বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই
  • বিমসটেক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক চলছে
  • এপ্রিলজুড়ে মৃদু মাঝারি ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা

স্টারমারের ইউক্রেন পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্পের দূত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ মার্চ ২০২৫, ১৩:৪৫

ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক বাহিনী গঠনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের প্রস্তাবকে ‘লোক দেখানো’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

ট্রাম্পপন্থী সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, স্টারমার ও ইউরোপীয় নেতারা ‘উইনস্টন চার্চিল হওয়ার ভান করছেন’ এবং এটি ‘অতি সরলীকৃত’ একটি ধারণা। খবর বিবিসির।

সাক্ষাৎকারে উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করে বলেন, ‘আমি পুতিনকে খারাপ ব্যক্তি মনে করি না। তিনি অত্যন্ত বুদ্ধিমান।’

উইটকফ জানান, তিনি দশ দিন আগে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং রুশ প্রেসিডেন্টকে ‘গ্রেসফুল’ ও ‘সোজাসাপ্টা’ মনে হয়েছে। পুতিন তাকে বলেছেন, গত বছর ট্রাম্পের ওপর হামলার পর তিনি তার জন্য প্রার্থনা করেছিলেন। এ ছাড়া পুতিন ট্রাম্পের জন্য একটি পোর্ট্রেট উপহার হিসেবে তৈরি করেছেন, যা ট্রাম্পকে ‘স্পষ্টভাবে আবেগপ্রবণ’ করেছে।

সাক্ষাৎকারে উইটকফ বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্য করেন, যার মধ্যে ইউক্রেনকে ‘একটি মিথ্যা দেশ’ বলা এবং দখলকৃত অঞ্চলগুলোকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, ‘এই সংঘাতে সবচেয়ে বড় ইস্যু হলো তথাকথিত চারটি অঞ্চল—ডনবাস, ক্রিমিয়া, এবং আরও দুটি অঞ্চল, যেগুলোর নাম এখন মনে করতে পারছি না।’

প্রকৃতপক্ষে, ইউক্রেনের পাঁচটি দখলকৃত বা আংশিক দখলকৃত অঞ্চল হলো লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া, খেরসন ও ক্রিমিয়া। ডনবাস হলো পূর্ব ইউক্রেনের একটি শিল্পাঞ্চল, যা মূলত লুহানস্ক ও দোনেৎস্ককে অন্তর্ভুক্ত করে।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে উইটকফ বলেন, ‘রাশিয়ানদের দৃষ্টিকোণ থেকে এই অঞ্চলগুলো রাশিয়ার অংশ। ইউক্রেনের সংবিধান অনুযায়ী তাদের কতটুকু অঞ্চল ছেড়ে দেওয়া সম্ভব, সেটিই মূল প্রশ্ন। রাশিয়ার সেনারা ইতোমধ্যে এই অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করছে, এখন প্রশ্ন হলো বিশ্ব কি একে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করবে?’

তিনি আরও বলেন, ‘রাশিয়ায় একটি চিন্তাভাবনা রয়েছে যে, ইউক্রেন একটি কৃত্রিম দেশ, যা বিভিন্ন অঞ্চল জোড়া দিয়ে তৈরি করা হয়েছে এবং এটিই এই যুদ্ধের মূল কারণ। রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এই অঞ্চলগুলো নিজেদের বলে মনে করে, কিন্তু কেউ এ বিষয়ে কথা বলতে চায় না।’

পুতিন বারবার দাবি করেছেন, ন্যাটোর সম্প্রসারণ এবং স্বাধীন ইউক্রেনের অস্তিত্বই তার আগ্রাসনের মূল কারণ।

উইটকফ বলেন, ‘রাশিয়া কেন ইউক্রেন দখল করতে চাইবে? তাদের কোনো কারণ নেই। তারা ইতোমধ্যে পাঁচটি অঞ্চল দখল করেছে, ক্রিমিয়া নিয়ন্ত্রণে রয়েছে, তারা যা চেয়েছিল তা পেয়ে গেছে। আরও কিছু দরকার নেই।’

কিয়ার স্টারমারের ‘ইচ্ছুকদের জোট’ গঠনের পরিকল্পনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘এটি এক ধরনের রাজনৈতিক স্টান্ট এবং অতি সরলীকৃত চিন্তা। কিছু লোক মনে করে, আমরা সবাই যেন উইনস্টন চার্চিল হয়ে যাই। রাশিয়া ইউরোপ আক্রমণ করতে যাচ্ছে—এই চিন্তা হাস্যকর। কারণ আমাদের ন্যাটো রয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল না।’

তিনি জানান, কৃষ্ণসাগরে যুদ্ধবিরতি ‘আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর হবে’ এবং পূর্ণাঙ্গ ৩০ দিনের যুদ্ধবিরতি ‘খুব কাছাকাছি’ সময়ে বাস্তবায়িত হবে।

এ ছাড়া ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ‘কে না চাইবে যে রাশিয়া ও যুক্তরাষ্ট্র একসঙ্গে ভালো কিছু করুক? আমরা আর্কটিকে শক্তি নীতি নিয়ে একসঙ্গে কাজ করতে পারি, সমুদ্রপথ ভাগাভাগি করতে পারি, ইউরোপে এলএনজি গ্যাস পাঠাতে পারি এবং এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও একসঙ্গে কাজ করতে পারি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর