শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৪ঠা বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ভারতকে দেওয়া সব সুবিধা বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ
  • বাংলাদেশের জলসীমায় অন্য দেশ আর মাছ শিকার করতে পারবে না
  • ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৫৫ মামলা
  • বিচার বিভাগের সংস্কার শিগগির শুরু
  • ঢাকার চতুর্দিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে
  • একটি জাতীয় সনদ তৈরি করা আমাদের লক্ষ্য
  • বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু
  • ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
  • সরকারের সঙ্গে বৈঠকে বসবে পলিটেকনিক শিক্ষার্থীরা, শিথিল রেল ব্লকেড কর্মসূচি
  • পলিটেকনিকের শিক্ষার্থীদের অবরোধে সাতরাস্তাসহ আশপাশে তীব্র যানজট

শিল্প উপদেষ্টা

সরকারের লক্ষ্য উদ্যোক্তা তৈরি করা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ মার্চ ২০২৫, ১৭:১২

অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য উদ্যোক্তা তৈরি করা বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

রবিবার (২৩ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে বিসিক প্রধান কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএম) শিল্পের ভূমিকা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

শিল্প উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য উদ্যোক্তা তৈরি করা। আর নতুন উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, অতিরিক্ত সচিব রশিদুল হাসান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ও সিএমএসই ব্যাংকিং বিশেষজ্ঞ আলী সাবেতসহ বিসিকের উদ্যোক্তা ও চেম্বারের প্রতিনিধিরা।

সেমিনার আয়োজনের অংশ হিসেবে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। যেখানে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং নীতিনির্ধারকরা শিল্পখাতের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

এর আগে, বিসিক প্রধান কার্যালয়ে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের নিয়ে তিন দিনের বিসিক ঈদমেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা। উদ্বোধন শেষে তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

মেলায় বিসিকের উদ্যোক্তাদের জামদানি, চামড়াজাত পণ্য, শতরঞ্জি, শীতলপাটি, পাটজাত পণ্য, মণিপুরী শাড়ি, খাদ্যজাত, বাঁশ-বেতজাত ইত্যাদি পণ্যের ৩০টি স্টলে বাহারি ডিজাইনের নানা পণ্যের সমাহার। বিসিকের পৃষ্ঠপোষকতায় মেলাটি ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালু থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর