বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই
  • বিমসটেক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক চলছে
  • এপ্রিলজুড়ে মৃদু মাঝারি ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা
  • মার্চে ২৯৮ ভুল তথ্য শনাক্ত: রিউমার স্ক্যানার
  • দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, খুনিদের বিচার করবোই
  • বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির
  • অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর জঙ্গি সমস্যার উত্থান হয়নি
  • দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার হার্ডলাইনে যাবে
  • বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা 
  • ঈদের ছুটিতেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

সেইফার্টের তান্ডবে উড়ে গেল পাকিস্তান

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ মার্চ ২০২৫, ১৬:৩৪

বল হাতে আলো ছড়ালেন জেমস নিশাম। একাই তুলে নিলেন পাকিস্তানের ৫ উইকেট।

অল্পতে আটকে দিলেন তাদেরকে। ব্যাট হাতে তাণ্ডব চালালেন টিম সেইফার্ট। পাকিস্তানের করা ২০ ওভারের রান তিনি পেরিয়ে গেলেন ১০ ওভারেই। দারুণ জয়ে শেষ করলেন সিরিজ।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে আজ ওয়েলিংটনে পাকিস্তানকে ৮ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করে পাকিস্তান। যা ১০ ওভার হাতে রেখেই তাড়া করে ফেলে নিউজিল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজটিও জিতে নেয় তারা।

এই ম্যাচটিও শুরু হয় পাকিস্তানি ওপেনার হাসান নওয়াজের ব্যর্থতা দিয়ে। শূন্য রানে তার ফেরার পর ১১ রানে উইকেট বিলিয়ে দেন আরেক ওপেনার মোহাম্মদ হারিস। তিনে নামা ওমাইর স্রেফ ৭ রান করেন। চারে নামে লড়েন সালমান আলি আগা। তবে অপরপ্রান্তে চলছিল উইকেটের মিছিল। নিশামের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারছিল না পাকিস্তানি ব্যাটাররা।

কেবল শাদাব খান ছাড়া বাকিদের কেউই ছুঁতে পারেনি দুই অঙ্ক। ২০ বলে ২৮ রান করেন এই অলরাউন্ডার। এছাড়া পাকিস্তানি অধিনায়ক ৩৯ বলে ৫১ রান করে কিছুটা সংগ্রহ বাড়ান। নিউজিল্যান্ডের নিশাম ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৫ উইকেট। দুটি উইকেট নেন জ্যাকব ডাফি। একটি করে পান বেন সিয়ার্স ও ইশ সোধি।

রান তাড়ায় নেমে তাণ্ডব চালান টিম সেইফার্ট। তাকে সঙ্গ দেন ফিন অ্যালেন। উদ্বোধনী জুটিতে ৩৯ বলে তারা করেন ৯৩ রান। ২৩ বলে ফিফটি হাকিয়ে সেইফার্ট অপরাজিত থাকেন ৯৭ রানে। ৩৮ বলে তার ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ১০ ছক্কায়। এছাড়া ১২ বলে ২৭ রান করেন ফিন অ্যালেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর