বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  • বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই
  • বিমসটেক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক চলছে
  • এপ্রিলজুড়ে মৃদু মাঝারি ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা
  • মার্চে ২৯৮ ভুল তথ্য শনাক্ত: রিউমার স্ক্যানার
  • দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, খুনিদের বিচার করবোই
  • বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির
  • অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর জঙ্গি সমস্যার উত্থান হয়নি
  • দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার হার্ডলাইনে যাবে
  • বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা 

ভাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত-২০

মোসলেউদ্দিন(ইমরান), ভাংগা(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
২ এপ্রিল ২০২৫, ১২:৩০

ফরিদপুরের ভাংগায় পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৫ টার দিকে হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ(৪নং ওয়ার্ড) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ(৪নং ওয়ার্ড) গ্রামের আলম মেম্বারের সমর্থক ও একই গ্রামের সাবেক মেম্বার বাবর আলী মুসুল্লির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সরকি, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত শিমুল (২২) ও মাহবুব মোল্লা (৩৮) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

অন্য আহতদের মধ্যে টুটুল মিয়া (৩০), মিরাজ ফকির (৩০), রবিউল মাতুব্বর (২৬), রবিউল (৪৫), কালা মাতুব্বর (২৬), জুয়েল ফকির (৩৮), সামাদ মাতুব্বর (২০), শফিকুল ইসলাম (২৪), বেলায়েত মাতুব্বর (১৮), সোহাগ মিয়া (১৮), আব্দুল্লাহ (২৪), মিরান (৩৫), কামাল মাতুব্বর (৪৭), জুয়েল মাতুব্বর (৩০), মিজানুর (৪৬) এদের ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন এবং অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এবিষয়ে ভাংগা থানার ভাংগা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর