শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রধান উপদেষ্টার সঙ্গে দুই থাই মন্ত্রীর সাক্ষাৎ
  • গ্রাম থেকে বিশ্বপরিবর্তনের বার্তা দিলেন ড. ইউনূস
  • বিমসটেক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা
  • বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে
  • বিমসটেক সম্মেলনে বিকেলে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা
  • ‘স্বাধীনতা ২.০’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফারুকী
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  • বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই
  • বিমসটেক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক চলছে
  • এপ্রিলজুড়ে মৃদু মাঝারি ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা

বাণিজ্য চুক্তি চূড়ান্তে বিমসটেক সদস্যদের সহযোগিতা চাইল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ এপ্রিল ২০২৫, ১৫:১১

বাণিজ্য বিষয়ক ছয়টি মূল চুক্তি সময়মত চূড়ান্ত করতে সহযোগিতা বাড়াতে বিমসটেক সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে আজ বুধবার (২ এপ্রিল) বাসস জানায়, বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন শুরুর দুই দিন আগে বুধবার ব্যাংককে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের ২৫তম বৈঠকে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমাদের আঞ্চলিক সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতির জন্য মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ।’

ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বৈঠকে বাংলাদেশের পাঁচ সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব। শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন।

ঝুলে থাকা ছয়টি চুক্তি হচ্ছে- বিমসটেক মুক্ত বাণিজ্য অঞ্চলের কাঠামো চুক্তি; উৎপত্তির নিয়ম; শুল্ক বিষয়ে পারস্পরিক সহায়তা; বিরোধ নিষ্পত্তি পদ্ধতি এবং প্রক্রিয়া; বাণিজ্য সুবিধা এবং সেবা ও পরিষেবা খাতে বিনিয়োগ।

বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে ‘সমুদ্র অর্থনীতিসহ বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন’ বিষয়ে একটি বিবৃতি দেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।

ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের এই বৈঠকের মধ্যে দিয়ে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হলো। ৪ এপ্রিল ব্যাংককে হবে বিমসটেক সম্মেলনে। এর আগে বৃহস্পতিবার বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

কর্মকর্তারা বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য বিশতম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য খসড়া আলোচ্যসূচি চূড়ান্ত করেছেন। এছাড়া বৈঠকে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া ঘোষণাও চূড়ান্ত করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ ঢাকায় বিমসটেকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ২৬তম সম্মেলনের আয়োজন করবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর