শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রধান উপদেষ্টার সঙ্গে দুই থাই মন্ত্রীর সাক্ষাৎ
  • গ্রাম থেকে বিশ্বপরিবর্তনের বার্তা দিলেন ড. ইউনূস
  • বিমসটেক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা
  • বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে
  • বিমসটেক সম্মেলনে বিকেলে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা
  • ‘স্বাধীনতা ২.০’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফারুকী
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  • বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই
  • বিমসটেক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক চলছে
  • এপ্রিলজুড়ে মৃদু মাঝারি ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা

‘স্বাধীনতা ২.০’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফারুকী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৫, ১৫:০২

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দেড় দশকের স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটে। সেদিন গণভবন থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন স্বৈরাচার শেখ হাসিনা।

হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশে একটি কথা বেশ চাউর হয়েছে- ‘স্বাধীনতা ২.০’ অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতা। অর্থাৎ ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী দুঃশাসনের অবসানকে মুক্তিযুদ্ধের নবায়ন আখ্যা দিচ্ছেন আওয়ামী বিরোধীরা। তবে ছাত্র-জনতার এই অভ্যুত্থানকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলতে কেউ কেউ নারাজ। তারা নিজেদের পক্ষে যুক্তি দাঁড় করাতে তুলে আনছেন একাত্তরের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ।

সম্প্রতি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দিন’ নামের টকশোতে সাংবাদিক খালেদ মুহিউদ্দনের এ বিষয়ক একটি প্রশ্নের জবাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, ‘দ্বিতীয় স্বাধীনতা মানে কী? দ্বিতীয় স্বাধীনতা তো আক্ষরিক অর্থে নিলে হবে না। এটা কবিতা, এটা অ্যালেগরি (রূপক অর্থে)। দ্বিতীয় স্বাধীনতা বলতে বা স্বাধীনতার নবায়ন বলতে বোঝায়... মুক্তিযুদ্ধ আসলে কেন হইছিল, মুক্তিযুদ্ধ হইছিল যে, আমার দেশ আমি চালাব, আমার মতো করে। আমার দেশটা আরেকজন চালাবে না। কিন্তু গত ১৫ বছরে মানুষের মধ্যে এই প্রশ্ন নানাভাবে এসেছে যে, বাংলাদেশটা কি বাংলাদেশ চালাচ্ছে নাকি অন্য কেউ চালাচ্ছে।’

“আপনি খেয়াল করে দেখুন, সুজাতা সিং ২০১৩-এর ইলেকশনের সময় এসে, উনি কেন এরশাদকে বলছেন—‘তোমাকে ইলেকশনে আসতে হবে’। হোয়াট ইস দ্য রিজন? বাংলাদেশ থেকে কি আমরা গিয়ে রাহুল গান্ধীকে বলি—‘তোমাকে ইলেকশনে আসতে হবে’। তার মানে কী? তার মানে আপনি দেশটাকে এক্সপোজ করেছিলেন, কমপ্লিটলি আপনি কিছু কিছু জিনিস সারেন্ডার করেছিলেন। আপনি বলতে বোঝাচ্ছি সরকার, তৎকালীন সরকার। ...একটা দেশের ফরেন মিনিস্টার এরকম বক্তৃতা দেয়নি?”

মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, “আমি মোদিজিকে বলে এসেছি- আওয়ামী লীগকে যেন ক্ষমতায় রাখে’- ওবায়দুল কাদের বলেননি একথা? এটা সবাই বলেছে—‘তলে তলে সব হয়ে গেছে!’ এখন এইটার অর্থ কী? এইটার অর্থ, আপনার দেশটা আপনি চালাচ্ছিলেন না। আপনার দেশটা চালাচ্ছিল অন্য আরেকটা দেশ। এটা মুক্তিযুদ্ধের কমপ্লিট কম্প্রোমাইজ। এখন মুক্তিযুদ্ধকে আপনি যখন কমপ্লিট কম্প্রোমাইজ করেছেন, কিন্তু আবার মুক্তিযুদ্ধের বড়ি বিক্রি করছেন, (মুক্তিযুদ্ধের) পক্ষের শক্তির বড়ি। তার মানে তখন বোঝা যায়, আপনি একটা অসৎ উদ্দেশ্যে কাজটা করেছেন।”

সংস্কৃতি উপদেষ্টা বলেন, “২০২৪-এর আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে... জাতি স্বাধীনতাকে নবায়ন করেছে, আমিও বলেছি, মুক্তিযুদ্ধের নবায়ন। কেন বলছি? এই কারণে বলছি যে, মুক্তিযুদ্ধের অবশ্যম্ভাবী জিনিস হচ্ছে, ফলাফলটা হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রের প্রধান জিনিসটা হচ্ছে স্বার্বভৌমত্ব। অর্থাৎ আমি আমাকে চালাব, অন্যের কথায় আমি চলব না। এইটা যখন ‘গন কেইস’ হয়ে গেল। যখন এমনকি পানি নিয়ে স্ট্যাটাস দেওয়ার ফলে আবরার ফাহাদকে মরে যেতে হলো। মরে যেতে হলো কার হাতে? ক্ষমতাসীন সরকারের ছাত্রলীগের হাতে। আপনি বোঝেন অবস্থা, হাসিনার সমালোচনা করে নাই, করেছেন আরেক দেশের সমালোচনা। এইটার উত্তর দিচ্ছে হাসিনার বাহিনী।”

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “আমি বলতে চাচ্ছি যে, কনটেক্সটা... দেশটা তো এরকমই ছিল। যখন ৫ আগস্ট হাসিনা পালিয়ে গেল, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করল—এর মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতাকে রিক্লেইম করেছি। অ্যান্ড হুইচ ইজ হোয়াই পিপল আর সেয়িং, এটা মুক্তিযুদ্ধের নবায়ন।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর