প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৫, ১৬:২৭
সাতক্ষীরার আশাশুনিতে আকস্মিক প্লাবনে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ২৫০টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এবং ৩০০টিরও বেশি পরিবারকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূল ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, ৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের প্লাবিত এলাকায় ত্রাণ বিতরণ ও মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত হয়।
এই ত্রাণ কর্মসূচি এবং মেডিকেল ক্যাম্পেইনের নেতৃত্ব দেন সার্জন লেফটেন্যান্ট রায়হানুল জান্নাহ, এএমসি।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, ভবিষ্যতেও উপকূল ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় কোস্ট গার্ডের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন: