শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আ.লীগের মিছিল ঠেকাতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর নির্দেশ
  • হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
  • ৯ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত
  • যেসব শর্ত না মানলে হতে পারবেন না ওসি
  • ভারতকে দেওয়া সব সুবিধা বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ
  • বাংলাদেশের জলসীমায় অন্য দেশ আর মাছ শিকার করতে পারবে না
  • ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৫৫ মামলা
  • বিচার বিভাগের সংস্কার শিগগির শুরু
  • ঢাকার চতুর্দিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে
  • একটি জাতীয় সনদ তৈরি করা আমাদের লক্ষ্য

দর্শক পেটাতে যাওয়া খুশদীলকে নিয়ে যা বলছে পিসিবি

খেলা ডেস্ক

প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৫, ১২:৩৯

হতাশার এক নিউজিল্যান্ড সফর শেষ করেছে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজে একটি জয়ের দেখা পেলেও ওয়ানডেতে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। হোয়াইটওয়াশ হওয়ার পর অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার খুশদিল শাহ।

শনিবার (৫ এপ্রিল) মাউন্ট মঙ্গুনুইতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৪৩ রানে হেরেছে পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে ৮ উইকেটে ২৬৪ রান তোলে স্বাগতিকেরা। জবাবে ২২১ রানে অলআউট হয় পাকিস্তান।

ম্যাচ হারের পর ভক্তদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন খুশদীল। কিছু দর্শক বাউন্ডারি লাইনে তার ও পাকিস্তান দলের সমালোচনা করছিলেন। এ সময় মেজাজ হারিয়ে তেড়ে যান খুশদীল। এক পর্যায়ে এক নিরাপত্তাকর্মীকে এগিয়ে এসে এই পাক অলরাউন্ডারকে শান্ত করেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডও জানিয়েছে এমন তথ্যই। সঙ্গে উল্লেখ করেছে দুজন আফগান নাগরিকের পাকিস্তান নিয়ে বিদ্বেষমূলক কথার প্রেক্ষিতেই তেড়ে গিয়েছিলেন খুশদীল শাহ। পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান বিরোধী স্লোগান যখন চরমে, ক্রিকেটার খুশদীল শাহ এগিয়ে এসে দর্শকদের এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান। আফগান দর্শকরা পশতু ভাষা আরও কিছু আপত্তিজনক কথায় পরিস্থিতি জটিল করে তোলে।’

এই ঘটনায় আইসিসি বা পিসিবির পক্ষ থেকে খুশদীল শাহ’র বিপক্ষে এখন পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানা যায়নি। যদিও একই বিবৃতিতে বলের আঘাতে হাসপাতালে যাওয়া ব্যাটার ইমাম-উল-হকের স্বাস্থ্যের সবশেষ অবস্থার কথা জানিয়েছে পিসিবি।

বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে প্রাথমিক অনুসন্ধানে ইমামের ছোট একটি কনকাশন ধরা পড়েছে। যদিও তাকে দলের বাকিদের সঙ্গে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর