প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৫
রাঙামাটিতে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) জেলা সমাজ সেবা কার্যালয়ে ইউনিসেফের সহায়তায় পুষ্ট প্রকল্প চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ কর্তৃক এসব সহায়তা দেওয়া হয়।
এ সময় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রূপনা চাকমা, বিশ্বজীত চাকমা, প্রশাসনিক কর্মকর্তা রাজীব কুমার পাল, ইউনিসেফের কনসালটেন্ট আলিফা আফরোজ, রাঙামাটি সদর উপজেলার শিশু সুরক্ষা সমাজ কর্মী হিমেল চাকমা এবং রাঙামাটি সদর ইউনিয়নের সমাজ কর্মী প্রবীণ চাকমাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলার রাঙামাটি সদর, কাউখালী, জুরাছড়ি, বিলাইছড়ি এবং বাঘাইছড়ি উপজেলাসহ মোট পাঁচ উপজেলার ৪৫০জন বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারের সদস্যদের মাঝে ফ্যামিলি কিট বিতরণ করা হয়।
ফ্যামিলি কিটস পেয়ে উপকার-ভোগীরা ইউনিসেফ এবং সমাজ সেবা অফিসের প্রতি কৃতজ্ঞতা জানান।
মন্তব্য করুন: