রবিবার, ২৫শে মে ২০২৫, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
  • বৈঠকের পর উপদেষ্টা পরিষদের বিবৃতি
  • প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে
  • ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন
  • সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস
  • প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন
  • সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৭৪৪
  • জুলাই ঘোষণাপত্র-বিচার-সংস্কার-নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি
  • একনেক সভা শেষে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধান উপদেষ্টা
  • সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

টিউলিপ সিদ্দিককে দুদকে তলব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১৮:১৬

ঘুসের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৮ মে) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা গেছে, একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ‘ঘুস’ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ বিষয়ে বক্তব্য দিতে আগামী বুধবার (১৪ মে) সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে অনুরোধ করা হয়েছে।

গত ৭ মে দুদক থেকে পাঠানো নোটিশ সূত্রে এ তথ্য জানা গেছে। ওই নোটিশ ধানমন্ডি আবাসিক এলাকা ও গুলশান-২ এর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

টিউলিপের ঠিকানায় পাঠানো নোটিশে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে রেজিস্ট্রি মূলে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ফ্ল্যাট দখলে নিয়ে এবং পরে রেজিস্ট্রি মূলে গ্রহণ বা গ্রহণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে টিউলিপের বিরুদ্ধে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এ বিষয়ে তার বক্তব্য শোনা একান্ত প্রয়োজন বলে মনে করছে দুদক। নির্ধারিত তারিখে দুদক কার্যালয়ে উপস্থিত হতে ব্যর্থ হলে এ বিষয়ে তার কোনো ‘বক্তব্য নেই’ মর্মে গণ্য করা হবে।

গত ১৫ এপ্রিল অবৈধ সুবিধা নিয়ে গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে দুদক। এর দুদিন আগে ১৩ এপ্রিল ক্ষমতার অপব্যবহার করে ঢাকার পূর্বাচলে ৩০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার তিন মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও আরেক মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ৫৩ জনকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করে আদালত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর